ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপ, খেলবে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ৭ই নভেম্বর ২০২২ : কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপের খেলা শুরু হতে চলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ৩২ টি দল কে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দল গুলো কে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল কে নিয়ে নক আউট স্তরের খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দলে ভিন রাজের সর্বাধিক চার জন খেলোয়াড় কে খেলানো যাবে।
এ ছাড়া প্রত্যেক দলে দুজন অনূর্ধ্ব- ১৭ বছরের খেলোয়াড় রাখতে হবে। সোমবার আইএফএ অফিসে আয়োজিত ওমেন কমিটি ও অংশ নেওয়া দল গুলো নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাব এই দুই প্রধান দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতীয় ফুটবলে প্রথমবার মহিলা ফুটবলারদের স্বার্থে প্রতিটি টিমে “Integrity Officer” নিয়োগ করতে হবে নিয়ম করল আইএফএ।