তথ্য রহস্য

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই দিন ২৪জানুয়ারী ১৮৫৭

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২৭ শে জানুয়ারি ২০২৪ : কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আজকের দিনে , ২৪ জানুয়ারি ১৮৫৭ সালে। ১৮৫৪ সালে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে (কলকাতা , বোম্বাই , মাদ্রাজ) তিনটি বিশ্ববিদ্যালয় স্হাপনের সুপারিশ করেন ৷ এই সুপারিশ অনুসারে ১৮৫৭ সালে কলকাতা ও বোম্বাই শহরে দু’টি বিশ্ববিদ্যালয় স্হাপিত হয় ৷ ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি ভারতের গর্ভনর জেনারেল লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয় আইন-এ সই করেন ৷ এই কারণে এই দিনটিকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদিবস হিসেবে গণ্য করা হয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন তার কাজের বিস্তৃতি ছিল লাহোর থেকে রেঙ্গুন ও সিলোন (বর্তমানে শ্রীলঙ্কা) পর্যন্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুমোদিত কলেজ হল পাঞ্জাব প্রদেশের কাপুরথালার নবাব জাসা সিংহ আলুওয়ালিয়া গভর্নমেন্ট কলেজ ৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং ও উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায় ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হন ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেনিমাধব বড়ুয়া এশিয়ার প্রথম ডি. লিট ৷ ১৮৫৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দু’জন স্নাতক হন — যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৮২ সালে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু কলকাতা বিশ্ববিদ্যালয় তথা দেশের প্রথম মহিলা স্নাতক হন ৷

১৮৫৭ সালের মার্চ মাসে কলকাতার টাউন হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয় ৷ এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৪৪ জন ৷ প্রথমে ক্যামাক স্ট্রীটের একটি ভাড়া করা বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চলত ৷ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের জন্য ৪১ সদস্য বিশিষ্ট সেনেট গঠিত হয় ৷ ১৮৭৩ সালের ১২ মার্চ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সেনেট হলের উদ্বোধন হয় ৷ ১৮৫৮ সালের ৩০ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *