বিজেপি প্রার্থীর জন্য ভবানীপুর কেন্দ্রে প্রচারে ১৪৪ ধারা! তাই প্রচারে বাধা
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২১শে সেপ্টেম্বর ২০২১ : ভবানীপুর কেন্দ্রে দুই যুযুধান প্রার্থী তৃণমূলের মমতা ব্যানার্জি ও বিজেপি-র প্রিয়াঙ্কা তেব্রিওয়াল। মমতা ব্যানার্জির জন্য রাস্তায় প্রচারে নেমেছেন মন্ত্রী ফিরাদ হাকি থেকে দলের প্রথম সারির নেতৃত্বরা। অন্যদিকে বিজেপির হয়েও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, অর্জুন সিং, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ থেকে একাধিক নেতৃত্ব। কিন্তু তৃণমূলের প্রচারে কোন বিধিনেশেধ না থাকলেও বিজেপি বা অন্যান্য দলের জন্য কোভিড বিধির অজুহাতে পুলিশ প্রশাসন প্রচারে বাধা দিচ্ছে বলে বিরোধীরা অভিযোগ তুলছে।
আজ পটুয়াপাড়া ও হরিশ মুখার্জি রোডে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হয় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তেব্রিওয়ালকে। দফায় দফায় কলকাতা পুলিশ তাকে প্রচার করতে বাধা দেয়। তারা জানায় প্টুয়াপাড়া এলাকায় মুখ্যমন্ত্রীর বাসস্থান বলে ১৪৪ ধারা থাকায় প্রচার করা যাবে না এবং হরিশ মুখার্জি রোডে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বাড়ি থাকার ফলে নিরাপত্তার কারণে প্রচার করা যাবে না। এটা তো কখনও কোন নিয়ম হতে পারে না এক গণতন্ত্রের রাজ্যে। প্রচার করার অধিকার সকলের আছে। তবে কি বিরোধীদের প্রচারকে ভয় পাচ্ছে শাসকেরা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
কিন্তু প্রিয়াঙ্কা যেখানেই যাচ্ছেন তার অধিকাংশ জায়গায় বাসিন্দাদের প্রশ্নবানে মেজাজ হারাচ্ছেন। বিজেপি এর আগে অভিনেতা রূদ্রনীল ঘোষকে প্রার্থী করে ফল পায় নি তাই এবার তারা প্রচার করছে মমতা ব্যানার্জি গতবার নন্দীগ্রামে হেরেছেন তাই তার বিরুদ্ধে তাদের হেরে যাওয়া প্রার্থী প্রিয়াঙ্কাকে প্রার্থী করেছে। এই ভবানীপুর কেন্দ্রে অধিকাংশ হিন্দি বলয় মানুষের বাস তাই তাদের কাজে লাগাতে চাইছে বিজেপি কিন্তু গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি মানষের মন জয় করেছেন এবং মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়ন বোঝাতে সক্ষম হয়েছেন তাই আজ ভবানীপুরে তৃণমূলের তেমন বেগ পেতে হবে না। তৃণমূলের জন্য বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। মমতা ব্যানার্জি অনায়াসে জয়ী হবেন বলেই মনে করছে অধিকাংশ রাজনৈতিক মহল, তার উপর কংগ্রেস প্রার্থী না দেওয়ার ফলে তাদের ভোট পড়বে তৃণমূলের বাক্সে, এটাও একটা বারতি সুবিধা।