প্রথম পাতা

শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, থাকতে পারছেন না অমিতাভ, শাহরুখ, সালমান, থাকতে পারেন শাবানা, জাভেদ আখতার, শত্রুঘ্ন, বিদ্যা বালান

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২রা ডিসেম্বর ২০২৪ : রাত পোহালেই শুরু হতে চলেছে বাংলার সিনেমা প্রেমীদের বহু প্রতীক্ষিত উৎসব। শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। আগামী মাসের ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে শুক্রবার রবীন্দ্র সদনের অন্দরে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রমুখ। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্দোরে নয় হবে ধনধান্য স্টেডিয়ামে। ক্লোজিং সেরেমনি হবে রবীন্দ্র সদনে। শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই কথাই ঘোষণা করা হল।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই চাঁদের হাট। কিন্তু এবার চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, এই তিন সুপারস্টারের কেউই উপস্থিত থাকতে পারছেন না। জানা যাচ্ছে, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2024) থাকছেন শাবানা আজমি, জাভেদ আখতার এবং বলিউড অভিনেতা তথা এই রজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও আসতে পারেন বিদ্যা বালান। বলিউড তারকা ছাড়া চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিপাড়ার বেশকিছু তারকা।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল থিম সংয়ের কনসেপ্ট মমতা ব্যানার্জি। গানের লিরিক্স লিখেছেন এবং গেয়েছেন নচিকেতা। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে তপন সিংহের পরিচালনায় তৈরি ‘গল্প হলেও সত্যি’ ছবির প্রদর্শনী দিয়ে। চলতি বছর প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি। ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়, যা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। এছাড়াও তালিকায় রয়েছে ১০৩টি ছবি। তবে সেসব ছবি কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। উৎসবে মোট ২৯টি দেশ অংশগ্রহণ করেছে। তবে এবার এই সিনেমার উৎসবে থাকছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনও ছবি। এবছর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ১৭৫টি ছবি দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *