রাজনীতি

সোনারপুরে পৌরসভার নির্বাচনে ৪ নং ওয়ার্ডে জয় নিশ্চিত করে নিল মনু, বিজেপি থেকে প্রার্থী হতে পারে অলোক কয়াল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৯শে জানুয়ারি ২০২০ : ২০২০ সালে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দুবারের দখলে থাকা তৃণমূল পৌরবোর্ডের।তবে এবার ৩৫টা ওয়ার্ড বিন্যাসের ফলে অনেক ওয়ার্ডের পুরানো প্রার্থীদের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কে কোন ওয়ার্ডে যাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নি। তবে রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড সাধারণ হওয়ায় গত বোর্ডে সি আই সি বিভাস মুখার্জি (মনু) নিজের জয় নিশ্চিত করে নিলেন। বিভাস এর আগের নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে জয়ী হয়ে পৌরসভার পূর্ত বিভাগের সি আই সি হয়েছিলেন। এরপর নিজের বাসস্থান থাকার ফলে ওয়ার্ডকে সাজিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ওয়ার্ডে অধিকাংশ রাস্তা পাকা বা ঢালাই হয়েছে। ওয়ার্ডে সর্বত্র আলো দেওয়া হয়েছে। গোটা রাজপুর সোনারপুর পৌরসভার অন্যতম বড় ওয়ার্ড হচ্ছে এই ৪ নং।

অন্যদিকে বিভাস মুখার্জি গড়িয়া টাউন তৃণমূলের সভাপতির পদও আগলাচ্ছেন। যদিও এমনটা শোনা যাচ্ছে এই ওয়ার্ডে একসময়ে সিপিএমের জয়ী পৌরপিতা অলোক কয়াল বিজেপির টিকিটে এবার প্রার্থী হতে পারেন। অনেকে মনে করছেন অলোক কয়াল বিজেপি-র প্রার্থী হলে লড়াই জমে যাবে কিন্তু এব্যাপারে বিভাস মুখার্জিকে ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন এই ওয়ার্ডে তৃণমূল ছাড়া কারও জায়গা হবে না। উন্নয়নের ভিত্তিতে মানুষ ভোট দেবে। রাস্তা হয়েছে, আলো লেগেছে, বর্ষার জল জমলে পাম্প দিয়ে সেই জল নিকাশ করা হয়।পৌরসভার পাম্প ছাড়াও আমি নিজের অর্থে কয়েকটা পাম্প লাগিয়েছি।

এই ওয়ার্ডে তৃণমূলের মহিলা সংগঠন বেশ শক্তিশালী। তবে সব কিছু নির্ভর করবে দলের নির্দেশ অনুযায়ী। সবে ওয়ার্ড বিন্যাস হয়েছে, কোন ওয়ার্ডে কে প্রার্থী হবে তা দল ঠিক করবে। দলের উর্দ্ধে কেউ নয়।গড়িয়ার ৬টা ওয়ার্ডে অনেকের নাম উঠে আসছে কিন্তু সব কিছুর শেষ কথা হবে দলের। মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা রেখেছে এবারও তার কোন অন্যথা হবে না। এবারও মানুষ তৃণমূলের দলের উপর ভরসা রাখবেন কারণ মানুষের জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প দিয়ে সাহায্য করেছেন। প্রতিটা পরিবারের কেউ না কেউ উপকার পেয়েছে। বিজেপি দলের এই ওয়ার্ডে সেভাবে কোন সংগঠন নেই তাই বিজেপি থেকে কে প্রার্থী হবে তা নিয়ে চিন্তা নেই।ওয়ার্ডে মানুষের সাথে বিভাস মুখার্জির জনসংযোগ খুবই ভাল এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে।যদিও দলেরই কেউ কেউ তাঁর বিরুদ্ধে কুৎসা বা অপপ্রচার করতে পিছু পা হয় নি তবুও বলবো দল যোগ্য মনে করে যদি টিকিট দেয় তবে বিভাস মুখার্জির জয়ের রাস্তা সকলের থেকে অনেক ভাল জায়গায় রয়েছে।যদিও একসময় বিভাস মুখার্জি বলেছিলেন যদি এই ওয়ার্ড মহিলা হয় তবে আর অন্য কোন ওয়ার্ড থেকে আর প্রার্থী হবেন না, সেক্ষেত্রে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু এবার ফের একবার তার সেই স্বপ্নপূরণের পালা। এবার জয়ী হলে তিনি তিনবার জয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *