মহারাজ এবার করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন তুলে দিল সরকারের হাতে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৫শে মার্চ ২০২০ : করোনার জ্বর লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে।গোটা দেশের সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে তা মোকাবিলা করতে মাঠে নেমে পড়েছেন। ইতিমধ্যে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারহাটে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস সম্পূর্ণ করোনা চিকিৎসার কেন্দ্র গড়ে তুলতে কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার।করোনা ভাইরাসের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশ জুড়ে লকডাউন।এই কঠিন সময়ে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্সকে ব্যবহারের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। করোনায় আক্রান্তদের কোয়ারেন্টাইন এবং চিকিৎসার জন্য কলকাতার গর্ব ইডেন গার্ডেন্স ব্যবহার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিলেন সৌরভ গাঙ্গুলি।
“সরকার যদি চায় ইডেনের ইন্ডোর এবং ডরমিটরিকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত।”- সংবাদ সংস্থা PTI-কে সাফ জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। করোনা মোকাবিলায় হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে সরকার। প্রয়োজনে আরও স্টেডিয়াম নেওয়া হবে। সেই জন্যেই ইডেন নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ” যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা ইডেনে সমস্ত রকম সুযোগ-সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা হবে না।”