যুবশক্তিকে শক্তিশালী করতে জোর কদমে জেলাওয়ারি সভায় ব্যস্ত পার্থ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২০শে জুন ২০২০ : পৌর নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে ১১ই জুন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক ব্যনার্জি ” বাংলার যুব শক্তি”। এই যুবশক্তির মধ্যে দিয়ে নতুন মুখ তুলে আনতে চাইছেন অভিষেক ব্যনার্জি। গোটা রাজ্যকে ৫টা ভাগে ভাগ করে রাজ্য থেকে এই যুবশক্তির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ জন যুবনেতাকে।তার অন্যতম দক্ষিণ ২৪ পরগণার জেলা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদারকে (পার্থ)।পার্থ-র সাথে রয়েছেন উত্তর ২৪ পরগণার দেবরাজ চক্রবর্তী। পার্থ ও দেবরাজ সেই হিসাবে জোন ৪-এ যুবশক্তিকে আরও শক্তিশালী করতে জোর কদমে ময়দানে নেমে পড়েছেন। পার্থ ও দেবরাজের অধীনে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা জেলা।
দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতা জেলায় পার্থ ইতিমধ্যে প্রতিদিন নতুন মুখের সন্ধানে সভা করছেন। দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন ব্লকে সভার শেষে যোগদান পর্ব সারছেন পার্থ। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগণায় প্রায় ৭০০০ যুবক যাদের বয়স ৩৫ বছরের নীচে যোগদান করেছেন, কলকাতায় যোগদান করেছেন প্রায় ১৩০০ ও উত্তর ২৪ পরগণায় যোগদান করেছেন প্রায় ৫০০০। তবে এই সভা থেকে যোগদানের থেকেও মানুষের সরাসরি যোগদানের হার অনেক বেশি। অনেকেই সরাসরি “যুবশক্তি” সাইটে গিয়ে যোগদান পর্ব সেরে নিচ্ছেন।জোনাল ফোর থেকে ইতিমধ্যে প্রায় ১৪০০০ নতুন যুবক যারা কখনও কোন দলের হয়ে রাজনীতি করে নি বা তৃণমূল করে নি (অন্য দল করতে পারে) যোগদান করে ফেলেছে।
অভিষেক ব্যানার্জির মূল টার্গেট নির্বাচনের আগে বিজেপিকে বেকায়দায় ফেলতে গোটা রাজ্য থেকে প্রায় ১ লাখ যুবককে এই যুবশক্তির অধীনে যোগদান করানো।যুবসমাজকে রাজনীতিতে একটা প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যের পথে সাফল্যের দিকে এগোচ্ছে রাজ্যের ১০ জন জোনাল হেড। ১১ই জুলাই এই যোগদান পর্ব শেষ হবে।