অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর উদ্যোগে বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মে আসছে ৩৬ ঘণ্টা থ্রিলার সিরিজ
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২০শে জুলাই ২০২৪ : অনিশ ব্যানার্জি কর্পোরেট সেক্টরে চাকরি করা একজন মাঝবয়সী যুবক। সে কলকাতায় আসে প্লেনে চেপে তার পরিবারের সঙ্গে দেখা করতে। কলকাতায় এয়ারপোর্টে নেমেই হঠাৎ করে সে কিডন্যাপ হয়ে যায়। প্রথমবার যখন জ্ঞান আসে সে দেখে একটি নোংরা গোডাউনসে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, অতঃপর তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যাতে বদলে যায় তার জীবনের স্বাভাবিক ছন্দ। শুরু হয় অনিশের জীবনের এক ভয়ানক সময়, আগামী ৩৬ ঘন্টা অনিশের জীবন অনেকটা বদলে দেয়। কি হয় এই ৩৬ ঘন্টায় সেই গল্প বলতেই আসছে নতুন ওয়েব ধারাবাহিক “36 Hrs – Every second counts”। ফানফ্লিক্স এর নতুন ওটিটি প্ল্যাটফর্ম অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর ইউটিউব পেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েব ধারাবাহিক দেখতে পাবেন দর্শক।।আজ প্রিন্সটন ক্লাবে মহাসমারোহে হয়ে গেলো এই ওয়েব সিরিজের ট্রেলার, পোস্টার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলী।
ওয়েব ধারাবাহিক টিতে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, অনিন্দ্য ব্যানার্জী, বিপ্লব কুমার সিংহ, সুকান্ত চ্যাটার্জী সহ অনেকে।। ওয়েব ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন শঙ্খ ভট্টাচার্য, ক্যামেরায় শুভদীপ কর্মকার, সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ চ্যাটার্জী। ওয়েব ধারাবাহিকে শিলাজিৎ পুত্র ধী এর কণ্ঠে একটি গানও শুনতে পাবেন দর্শক। অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় আগামী মাসের শেষের দিকেই সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম থেকে ওয়েব ধারাবাহিক টি দেখতে পাবেন দর্শক। ওয়েব ধারাবাহিকের বিষয়ে পরিচালক শংখ ভট্টাচার্য জানালেন, “থার্টি সিক্স আওয়ারস একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ যেটি তৈরি হয়েছিল প্রায় বছরখানেক আগে কিছু বিশেষ বাধার জন্য এই সিরিজ সেই সময় রিলিজ করা যায়নি। ২০২৪-এ দাঁড়িয়ে ওয়েব সিরিজটি একটা ওপেন প্লাটফর্মে রিলিজ করছে, আশা করি মানুষ প্রাসঙ্গিকতা খুঁজে পাবে। এটা একটা রোড থ্রিলার সিরিজ যা বাংলায় খুব একটা হয়না, আন্তর্জাতিক দর্শকের খুব প্রিয় একটা ঘরানা এটা। এখন আন্তর্জাতিক কনটেন্ট এত বেশী, যে আমি সিরিজের সফলতা নিয়ে বেশ প্রত্যাশা করছি।”
অন্যদিকে ছবির অন্যতম মুখ্য অভিনেতা আরিয়ান ভৌমিক বলেন, “ নাম শুনেই বোঝা যাচ্ছে এই ওয়েব সিরিজ একটি থ্রিলার। আর এই মিনি থ্রিলারের মূল বিশেষত্ব হলো এখানে এপিসোড খুব ছোট ছোট, ভীষণ কম সময়ের মধ্যে আমার যে চরিত্র “অনিশ” তার সঙ্গে ভয়াবহ কিছু ঘটনা ঘটতে থাকে। সেই জাল থেকে সে বেরোতে পারবে কিনা সেই গল্পই বলবে এই ইন্ডিপেন্ডেন্ট মিনি সিরিজ।” অন্যদিকে অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি বলেন, “একটা ভীষণ ইয়াং এনার্জেটিক টিম নিয়ে কাজ করেছি আমরা। পরিচালক শঙ্খ নিজে একজন তরুণ প্রজন্মের সম্ভভনাময় পরিচালক, আরিয়ান, সুকন্যা, বিপ্লব কুমার সিনহা, আমরা সবাই খুব এনজয় করে এই ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজটি তে কাজ করেছি।”
ছবির আরেক অন্যতম অভিনেতা ও প্রযোজক বিপ্লব কুমার সিনহা জানান, “ অবশেষে আমাদের অনেক প্রতীক্ষার পর থার্টি সিক্স আওয়ার্স মুক্তি পেতে চলেছে। শঙ্খর পরিচালনায় অভিনয় করে ভীষণ পরিতৃপ্ত আমি, তবে এখন প্রযোজক হিসেবে অপেক্ষায় মানুষের কাছ থেকে কী প্রতিক্রিয়া পাবো সেটা দেখায়। আমি ভীষণ আশাবাদী, আজ আমাদের অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর ইউটিউব চ্যানেল থেকে ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ করতে চলেছি আমরা। আশা রাখি সকলের ভালো লাগবে।”