বিনোদন

বর্ধমানে ১৮ নং ওয়ার্ডে শ্যামা পুজোয় বিদায়ী পৌরপিতা প্রদীপ হিন্দুদের প্রসাদ বিতরণ করলেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বর্ধমান, ১৮ই নভেম্বর ২০২০ : সকলেই জানে শ্যামা পুজো হিন্দুদের কিন্তু সেই শ্যামা পুজোকে মানুষের সাথে উপভোগ করলেন বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বিদায়ী পৌরপিতা তথা বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ রহমান।প্রদীপ রহমান যে শুধু শ্যামা পুজোতে অংশগ্রহণ করেন নি, তিনি নিজের উদ্যোগে ওয়ার্ডে শিবমন্দির তৈরি করেছেন এমনকি হিন্দুদের সব অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এবারও তাই তিনি এই কোভিড পরিস্থিতির মধ্যে শ্যামা পুজোয় স্বাস্থ্যবিধি মেনে শ্যামা পুজোর ভোগ বিতরণ করেছেন ওয়ার্ডবাসীদের মধ্যে। শুধু যে তিনি হিন্দুদের উৎসবে সামিল থাকেন তা কিন্তু নয়, বাংলার ও ভারতের বহুল জনপ্রিয় মানুষ ও মনীষীদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করেন। একইসাথে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কবরস্থান তৈরি করে দিয়েছেন।এব্যাপারে বিদায়ী পৌরপিতা প্রদীপ রহমান বলেন, সর্বদাই মানুষের পাশে থাকার অনুপ্রেরণা একজনকে দেখে পাই তাঁর নাম মমতা ব্যানার্জি। এমন একজন মুখ্যমন্ত্রী বাংলা আর হয়তো কোনো কালে আর পাবে না। কি হিন্দু, কি মুসলিম, কি ক্রিষ্ঠান, কি বৌদ্ধ সব ধর্মকে সমান ভাবে তিনি সম্মান জানাতে শিখিয়েছেন। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলার কথা তিনি বলেছেন। তাঁর নীতিতেই আজ আমি আমার ওয়ার্ডে সব ধর্মের মানুষকে সমান গুরুত্ব দিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *