সম্প্রিতী ও ধর্মনিরপেক্ষতা নিয়েই জয়দেবের ছবি “মানব জমিন”-র মুক্তি
বিশ্বজিত সাহা, এবিপিতকমা, কলকাতা, ২৩শে সেপ্টেম্বর ২০১৯ : সম্প্রতি নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে মনোমায়া ফিল্মস এর ছবি ‘মানব জমিন’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হলো,পরিচালক জয়দেব ঘোষ তার ছবি তে খুব সুন্দর ভাবে সর্ব ধর্ম সমন্বয় কে তুলে ধরেছেন,হিন্দু-মুসলিম-খ্রিস্টান এরা সমাজে হয়তো আলাদা জাতি হিসেবে পরিচিত কিন্তু সবার উপরে হলো এরা সবাই মানুষ,এদের সবার মধ্যেই একে অপরের প্রতি প্রেম-ভালোবাসা-বন্ধুত্ব থাকা প্রয়োজন,সব দিক বিবেচনা করে দেখলে ছবির

লোকেশন,মিউজিক,অভিনয় প্রায় সব দিক থেকে ছবিকে ভালো নম্বর ই দেওয়া যায়,এক কথায় বলতে গেলে ছোট থেকে বয়স্ক সবাই একসাথে বসে দেখার এক শিক্ষণীয় ছবি বানিয়েছেন পরিচালক জয়দেব ঘোষ এবং তার টিম, সঙ্গীত পরিচালনাই রাজা চৌধুরী। অভিনয়ে দেবেশ রায় চৌধুরী, প্রেমাঙ্কুর, সৌরভ, সাঞ্ছিতা, নিলান্দ্রি অন্যান্য। গান গেয়েছেন শভন গাঙ্গুলি, রাজকুমার দাস, সঞ্জয়। ছবির প্রযোজক শ্রীমতী বন্দনা ঘোষ। প্রচারে : Qvise। ছবি : বিশ্বজিত সাহা।
