You cannot copy content of this page. This is the right with takmaa only

এস এম পি এ আই-এর উদ্যোগে “অ্যাসিড অ্যাটাক” ও “ক্ষমা” স্বল্প দৈর্ঘ্য ছবির পোস্টার রিলিজ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৪শে ডিসেম্বর ২০১৯ : সাম্প্রতিক অভিনেতা সম্রাট মুখার্জি ও অভিনেত্রী ময়না মুখার্জি পরিচালিত মডেল ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র এস এম পি এ আই-এর উদ্যোগে দুটো স্বল্প দৈর্ঘ্য ছবি “অ্যাসিড অ্যাটাক” ও “ক্ষমা”-র পোস্টার রিলিজ হয়ে গেল সংস্থার হাজরা শাখায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অভিজ্ঞ অভিনেত্রী খেয়ালি ঘোষ দোস্তিদার, অভিনেতা রাজীব বসু, সঙ্গীতশিল্পী ঋক বসু, কৌশিক রায় চৌধুরী সহ অনেকে।

অভিনেতা সম্রাট মুখার্জী পরিচালিত, SMPAi SHORTs –এর  দু’-দুটি ডিপ্লোমা ফিল্ম,  “ অ্যাসিড অ্যাটাক “ ও “ ক্ষমা”-র পোস্টার রিলিজ অনুষ্ঠানে অভিনেতা সম্রাট মুখার্জি বলেন, অনেক সংগ্রাম করে তিল তিল করে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এই সংস্থাকে। আমরা একটা কথার উপর বিশ্বাস রাখি, কখনও কাউকে মিথ্যে কথা বলে কোন বড় কাজ করা যায় না, সত্যি কথা বললে হয়তো লড়াই বেশি করতে হয় কিন্তু শান্তি পাওয়া যায়। আজকে আমার অনুরোধে সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে অনেক জনপ্রিয় অভিনয় জগতের শিল্পীরা উপস্থিত হয়ে সংস্থার ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়েছেন। আজ ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে আমার অভিনয় জীবনের প্রথম সিরিয়ালের আমার “মা” উপস্থিত হয়েছেন। আমি তখন খুব ছোট তখন থেকে খেয়ালি ঘোষ দোস্তিদারের অভিনয় দেখেছি আর তার সাথে অভিনয় করবো সেটা আমার কাছে স্বপ্ন। আজও আমি খেয়ালিদিকে ভয় পাই। আর রাজীব তো আমার খুব স্নেহের ভাইতুল্য। আমরা দুজনেই বহু সিরিয়ালে একই মেকআপ রুম শেয়ার করেছি।

এই অনুষ্ঠানে সামিল হয়েছিল পশ্চিমবাংলার বিভিন্ন জেলার ছেলেমেয়েরা। পোস্টার রিলিজ অনুষ্ঠানে ছিল সা রে গা মা পা খ্যাত গায়ক ঋক বসু, বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী কৌশিক রায় চৌধুরী এবং দুটি বাংলা রকব্যান্ডের মুক্তিপ্রাপ্ত দুটি ছবির গান পরিবেশন করে। SMPAi SHORTs –এর পথচলা শুরু হয় ২০১৬ সালে আর ইতিমধ্যে মুক্তি পেয়েছে ১৯ টি ডিপ্লোমা ফিল্ম।প্রত্যেকটি সিনেমারই গল্প, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনায় সম্রাট মুখার্জী, কলাকুশলীদের প্রত্যেকেই SMPAi ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক এছাড়াও SMPAi SHORTs-এর ডিপ্লোমা ফিল্ম-এ অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা শ্রী অরুন ব্যানার্জী, বিপ্লব দাশগুপ্ত, দেবরাজ মুখার্জী, অরুনাভ দত্ত, কৌশিক ভট্টাচার্য্য প্রমুখ।আগামী ২৬ শে ডিসেম্বর কলকাতার উত্তম মঞ্চে হতে চলেছে এই দুটি সিনেমা “ অ্যাসিড অ্যাটাক” ও “ ক্ষমা “-র প্রিমিয়ার শো।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেতা রাজীব বসু বলেন, সম্রাটদা অনেক অভিজ্ঞ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো এমন একজনকে পাশে পাওয়া খুবই ভাগ্যের কারণ তোমরা এই সংস্থায় প্রশিক্ষণের মধ্যে দিয়ে কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারছো। তোমরা প্রশিক্ষণ নেওয়ার সাথে ছোট ছবিতে অভিনয় করার সুযোগ পাচ্ছ, সামান্য একটা অভিজ্ঞতা হলেও এটা পরবর্তীতে কাজ দেবে । আমি একসময় মডেলিং করতাম, এর সাথে চাকরিও করতাম, সেই চাকরি ছেড়ে অভিনয় করতে চলে এসেছিলাম। প্রথম শুটিং-এর দিন মনে হয়েছে এই জগতটা আমার জন্য নয়। বহুবার মনে হয়েছে অভিনয় ছেড়ে ফিরে যেতে হবে চাকরি জীবনে।কিন্তু ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি, আজ লড়াই করে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ছবি অশোক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *