বিনোদন

SMPAi নাট্যগোষ্ঠী আয়োজন করল এইবছরের সবচেয়ে বড়ো নাট্য উৎসব!!!

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই সেপ্টেম্বর ২০১৯ : ২০১৩ সাল থেকে SMPAi নাট্যগোষ্ঠীর পথ চলা শুরু… । সুজন নীল মুখার্জীর নির্দেশনায় ক্যাম্পাস (২০১৫),সমরজিৎ দাসের পরিচালনায় গ্রানাইড (২০১৬), অর্ণ মুখোপাধ্যায়-র নির্দেশনায় দেবীপক্ষ (২০১৭),চিঙ্গারী (২০১৮)-র বিপুল সাফল্যের পর এই বছর SMPAi  নাট্যগোষ্ঠী আয়োজন করল নাট্য উৎসবের…ছিল কলেজের ছাত্ররাজনীতির প্রেক্ষাপটে লেখা নাটক “চিঙ্গারী”-র দুটি শো এবং তার সাথে ছিল, SMPAi নাট্যগোষ্ঠীর এইবছরের নতুন প্রযোজনা “হানিমুন ডায়রিস”, নাটকটির গল্প কেন্দ্রীভূত হয় পাঁচজন নবদম্পতির হানিমুনে দার্জিলিং যাওয়া… আর সেখানে গিয়ে সম্মুখীন হওয়া বিভিন্ন ঘটনার সাথে…তারা মুখোমুখি হয় অনেক অজানা সত্যির..এছাড়াও নাটকটিতে রয়েছে সামাজিক সম্পর্কের টানাপোড়েন. চিঙ্গারী ও হানিমুন ডায়রিস এই দুটি নাটকের গল্প,সংলাপ,চিত্রনাট্য এবং প্রযোজনায় সম্রাট মুখার্জী,নির্দেশনায় অর্ণ মুখোপাধ্যায়,কলাকুশলীরা প্রত্যেকেই SMPAi ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক।

১২ ই সেপ্টেম্বর’২০১৯,জ্ঞান মঞ্চে ছিল SMPAi নাট্যগোষ্ঠী আয়োজিত এই নাট্য উৎসব দুপুর তিনটে থেকে…

SMPAi  Siliguri ও SMPAi Kolkata নাট্যগোষ্ঠীর চিঙ্গারী নাটকটির দুই দল এবং এইবছরের নতুন প্রযোজনা “হানিমুন ডায়রিস”-এর কলাকুশলীদের মধ্যে ছিল প্রতিযোগিতা। বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজগৎ,সিনেমা ও টেলিভিশন জগতের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা… ছিলেন বলিউড ও টলিউড-এর বিখ্যাত অভিনেতা শ্রী অমিতাভ ভট্টাচার্য, বাংলা টেলিভিশন ও বড়োপর্দার দুই জনপ্রিয় মুখ শ্রীমতি রুপাঞ্জনা মিত্র ও ময়না মুখার্জী এবং বাংলা নাট্যজগতের পরিচিত মুখ শ্রীমতি উপাবেলা মুখোপাধ্যায় সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *