একই গানের বাংলা ও হিন্দি ভাষায় পরিচালিত ও প্রযোজক তমঘ্ন ঘোষ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩১শে আগস্ট ২০১৯ : সম্প্রতি মধ্যমগ্রামে তমোঘ্ন ঘোষ তাঁর পরবর্তী বাংলা ও হিন্দি গানের ভিডিও শুটিং করল। একই গানে দুটি ভার্সানে করা হল। গান দুটির গায়ক ও সঙ্গীত পরিচালক তমোঘ্ন নিজেই। বাংলা গানটির গীতিকার তমোঘ্ন ও হিন্দি গানটির গীতিকার প্রেম কুমার গুপ্ত। তমোঘ্ন-র এই নতুন প্রয়াসে দলে রয়েছেন মোট ১২ জন সুন্দরী মডেল ও অভিনেত্রীদের থেকে বাছাই করা হয়।আজ বাংলা সঙ্গীত জগতে তমোঘ্ন এক প্রতিষ্ঠিত নাম। ১৯৯৯ ও ২০০১ সালে অ্যালবাম করলেও সৈকত মিত্রের “তোমার ভালোবাসা” অ্যালবাকে তার প্রথম ব্রেক হিসেবে মনে করে তমোঘ্ন। তারপর একের পর এক বাংলা আধুনিক অ্যালবামে কাজ করেছেন তমোঘ্ন যেমন “সামিয়ানা”, “তোর জন্য”, “স্ট্রেইট ফ্রম মাই হার্ট” “বিকেলবেলা”, “পালটা হাওয়া”, “ইউ আর মাই লাভ”, “তোকে বুকে রেখে” সহ আরও অনেক। তিনি শুধু গীতিকার, সুরকার, গায়ক হিসেবে থেমে থাকেন নি। তিনি এবার প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিককালে বিশ্বের এক নম্বর সংস্থা সোনি ডিএডিসি থেকে মুক্তি পাওয়া তার অ্যালবাম বাংলা “তোমাকে” ও হিন্দিতে “নাদান” বেশ সারা ফেলেছে।
একাধারে সুরকার, গীতিকার, গায়ক, সাউন্ড ডিজাইনার, মিউজিক প্রডিউসার তমোঘ্ন মনে করেন বাংলা সংগীতের মান ক্রমশই নীচে চলে যাচ্ছে। তিনি মনে করেন বাংলায় নিম্নমানের সঙ্গীত নিয়ে বেশি মাতামাতি করা হয় যেখানে প্রতিভা ও মান নিয়ে বেশি চলে রাজনীতি।