শঙ্কর ও কমলিকা অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘গুডবাই বিউটিফুল’ ও ‘মেমােরিস ৭১ ’
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৪শে সেপ্টেম্বর ২০১৯ : ছােট্ট শুরু বড় স্বপ্ন ছােট্ট বীজ থেকেই জন্ম নেয় বিশাল বটবৃক্ষের মতাে মহীরূহ , সেইরকমই একবুক স্বপ্ন আর আশা নিয়ে জন্ম নিয়েছে একটি নতুন প্রযােজনা সংস্থা ‘ স্বাগতম ফিল্ম প্রােডাকশানস ’ । সংস্থার কর্ণধার দুবাই প্রবাসী তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার তরুন স্বাগতম বসু জানালেন , আপাতত শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি তৈরী দিয়ে পথ চলা শুরু করলেও অদূর ভবিষ্যতে পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম ও টেলিভিশন সিরিয়াল বানানােই সংস্থার লক্ষ্য । প্রসঙ্গত উল্লেখ্য , কলকাতার নাগেরবাজারের ছেলে স্বাগতমকে ছােট থেকেই ফিল্ম জগত টানে ।
আশপাশের সাধারণ পরিবেশের মধ্যেই সে ক্যামেরার চোখে খুঁজে নিতে চায় অসাধারণকে । গল্প , চিত্রনাট্য , অভিনয় , এডিটিং , চলচ্চিত্র জগতের সবকটি আঙ্গিকের প্রতি এই অদম্য ভালবাসার টানেই স্বাগতম গড়ে তুলেছেন তার এই প্রােডাকশন হাউস । একটি সাক্ষাৎকারে স্বাগতম জানাচ্ছেন চলচিত্রের প্রতিটি শাখায় । নতুন প্রতিভাদের সুযােগ দেওয়া ও বাংলার আনাচকানাচ থেকে অভিনয়ের অজানা ট্যালেন্টদের লাইমলাইটে নিয়ে আসাই স্বাগতম প্রােডাকশানসের
লক্ষ্য । ‘গুডবাই বিউটিফুল’ ও ‘মেমােরিস ৭১’ এই দুটি শর্টফিল্ম নিয়ে যাত্রা শুরু করতে চলেছে স্বাগতম ফিল্ম প্রােডাকশানস । দেবাদৃতা বসু পরিচালিত ছােট্ট ছবি “গুডবাই বিউটিফলের” মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী ও কমলিকা ব্যানার্জী । অন্যদিকে মেমােরিস ৭১ ‘ একটি সম্পূর্ণ অন্যরকম ছবি । এখানে ক্যামেরা কথা বলেছে তার নিজস্ব ভাষায় । সায়ন্তন দত্তের এই শর্টফিল্মে কৌশিক বসুর একটি ছােট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স ছাড়া আর কোন শিল্পী নেই । ছবিই হয়ে উঠেছে চরিত্র , সংলাপ আর গল্প । নতুন এই ধরন দর্শকদের অনেক আনন্দ দেবে বলেই স্বাগতম ও তার টিমের আশা । প্রচারে : অরুণ রিলেশন।