প্রথম পাতা

নরেন্দ্রপুরে প্রথম ৫২ ফুটের শিব, নন্দী ও রূদ্র রুপে মায়ের আবরণ ও পাটের মন্ডপ উদ্বোধন করলেন সাংসদ মিমি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২রা সেপ্টেম্বর ২০১৯ : “রূদ্র হাতে, ডুমরু ধ্বনি, অশুভ দমনে আসিল ধরায়” সোনারপুরের নরেন্দ্রপুর গ্রীনপার্ক সর্বজনীন দুর্গোৎসবের এবারের ভাবনা এমনই। রাজ্যে কিছু রাজনৈতিক দলের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে মুক্তি দিতেই

ধরতিতে নেমে এসেছেন রূদ্র রূপে মা দূর্গা। এবার এই মন্ডপের থিম পরিকল্পনা পুজো কমিটির সম্পাদক বিশ্বজিত দাস (নন্দ) নিজেই।এই পুজোর এবারের বিশেষ আকর্ষণ ৫২ ফুটের বিশাল শিব পাশে ১৫ ফুটের নন্দী এবং মন্ডপের ভিতরে রূদ্র রুপে মায়ের মুর্তি ও তার সামনে বিশাল আকারের শিবলিঙ্গ। প্রতিবছর

এই পুজো গোটা জেলায় বেশ নামডাক করেছে। সোনারপুর উত্তর বিধানসভায় এই পুজো প্রথম স্থান অধিকার করে এবছরও তার ব্যাতিক্রম হবে না। এবার পুজো মন্ডপ ও প্রতিমা উদ্বোধন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন এই পুজোর চেয়ারম্যান বিধায়ক

ADVT

ফিরদৌসী বেগম, সভাপতি রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল সহ রাজপুর সোনারপুর পৌরসভার বহু পুর প্রতিনিধিরা। প্রতিবছরের মত এবারও এই পুজো দর্শনে উপস্থিত হবেন রাজ্যের অন্যতম মন্ত্রী যাভেদ খান। উদ্বোধনের দিন থেকে একাদশী পর্যন্ত থাকছে বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পী

ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবছর সোনারপুর তো বটেই গোটা জেলাতে এই পুজো সেরার লড়াই-এ বেশ এগিয়ে আছে বলে দাবি করা যায়। একবার এই পুজো এসে না দেখলে সত্যিই আপসোস করতে হবে। ছবি : সৌমিত্র কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *