প্রথম পাতা

খুঁটি পুজো থেকে সালকিয়া সুভাষ শক্তি সংঘের শান্তির বার্তায় গড়ে উঠক সুস্থ্য সূচির সাথে সুস্থ্য রুচি

পঙ্কজ রজক, এবিপিতকমা, হাওড়া, ১লা সেপ্টেম্বর ২০১৯ : শুধু যে কলকাতাতে বড় পুজো হয় তা কিন্তু নয়, হাওড়াতেও বহু বড় ও জনপ্রিয় দুর্গা পুজো হয়। হাওড়ায় বড় পুজোর মধ্যে অন্যতম পুজো সালকিয়া সুভাষ শক্তি সংঘ।৫৬ বছরের পুজো প্রতি বছর কিছু চিন্তা ভাবনা সমাজের কাছে তুলে ধরে।

এবছর তার ব্যাতিক্রম হয় নি। এবছর তাদের পূজামন্ডপ শান্তিনিকেতনের কলাভবনের অনুরূপে মন্ডপ হয়েছে।এব্যাপারে সম্পাদক তারক মন্ডল জানান সারা পৃথিবীতে যেভাবে অসহিষ্ণুতা চলছে তার থেকে মুক্তি দিতে পারে শান্তির বার্তা। সংস্কৃতি ও সভ্যতা পারে এই পরিস্থিতির থেকে মুক্ত করতে তাই আমাদের

এবারের ভাবনা “শান্তি হোক সভ্যতার শেষ বানী”। আমরা চাই সুস্থ্য সংস্কৃতি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এছাড়া পুজোর দিনগুলোতে সমাজে যারা স্বামীহারাদের আমরা পূজা মঞ্চে সন্মানিত করবো।চতুর্থীর দিন আমাদের উদ্বোধনের দিনে এই মহিলাদের সমাজে সেভাবে গুরুত্ব দেয় না তাই

এলাকায় এই ধরনের মহিলাদের পুজোয় সামিল করতে চলেছি। সপ্তমীর দিন এলাকার বয়স্কদের বা প্রবীণ নাগরিকদের আমন্ত্রণ করেছি এবং তাদের নিয়ে আমরা একটা চাচক্রের আয়োজন করেছি।এটা যেন তাঁরা মনে না করেন যে বয়স একটা দুরত্ব সৃষ্টি হয়ে দাঁড়ায়। মহিলাদের জন্য এবার ফুচকা প্রতিযোগিতা হবে।আমরা চাই সকলকে নিয়ে একটা সুস্থ্য সূচি ও সুস্থ্য রুচির পরিবেশ গড়ে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *