সারা বাংলা জুড়ে লকডাউনের জেরে অভিষেকের সাথে অনলাইনে দলীয় আলোচনায় যোগ দিলেন দঃ ২৪ পরগণার পার্থ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই মে ২০২০ : রাজ্যে করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে দলীয় মিটিং করতে পারছে না অধিকাংশ তৃণমূল নেতৃত্ব। একদিকে করোনার জেরে অসহায় মানুষের পাশে থাকার আর্জি অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচার। এই দুই ইস্যু নিয়ে আজ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি এবং পশান্ত কিশোরের সাথে অনলাইন ভিডিও কনফারেন্সে দলীয় আলোচনা সরলেন সারা বাংলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ও বেশ কিছু দলীয় যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ।
আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সিং সভায় যোগ দিলেন দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)। এই দলীয় কনফারেন্সে উঠে আসে এই মহামারী পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচারের কথা, উঠে আসে রেশনিং ব্যবস্থাকে নিয়ে অসহায় মানুষকে আরও উত্তেজিত করার কথা, এই পরিস্থিতিতে যখন মানুষ দিশাহারা তখন তাঁরা পরিস্থিতির সুযোগের সদব্যবহার করে মানুষকে আরও বিভ্রান্তিতে ফেলে দেওয়ার কথা। আর এইসব অভিযোগের সমাধান সূত্র হিসাবে উঠে আসে দলের সকলকে এবার রাস্তায় নেমে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিটা অঞ্চলে কঠিন জবাব দিতে হবে। মানুষকে বোঝাতে হবে বিজেপি মানুষের আজকের এই অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষকে বোঝাতে হবে বিজেপির এই চক্রান্তে কেউ যেন নিজেকে অসহায় না মনে করে। তৃণমূল দল মানুষের পাশে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছেন এই রাজ্যের একজন নাগরিককে অনাহারে মরতে হবে না, সরকার তাদের পাশে আছে।
আলোচনায় উঠে আসে আগামী পুর ভোটে কিভাবে বিরোধীদের মোকাবিলা করা হবে এবং প্রচার কিভাবে হবে। আলোচনায় পার্থ নিজেও বিভিন্ন ক্ষেত্রে তাঁর মতামত জানান। এছাড়া জেলায় বিভিন্ন এলাকায় বিজেপির আক্রোশের মুখে পড়তে হচ্ছে দলীয় কর্মীদের। তাই নিয়েও আলোচনা হয়।