প্রতিশ্রুতি পূরণ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফিরল ‘সেবাশ্রয়’, সহজলভ্য স্বাস্থ্য পরিষেবার শপথ আরও দৃঢ়
বিশেষ প্রতিনিধি, তকমা নিউজ, দক্ষিণ ২৪ পরগনার, ৯ই নভেম্বর ২০২৫ : জন্মদিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ২–এর সূচনা করলেন। সম্পূর্ণ বিনামূল্যের এই বৃহৎ স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি চলবে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। পাশাপাশি, ২৪ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজন করা হবে মেগা ক্যাম্প। প্রতিটি ক্যাম্প সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই উদ্যোগের মাধ্যমে ফের একবার সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবার প্রতি নিজের অঙ্গীকার দৃঢ় করলেন তিনি।
এই উদ্যোগ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “সেবাশ্রয় মানুষের কাছে সেবা, আস্থা আর ভরসার প্রতীক হয়ে উঠেছে, এটা ভেবেই আমার মন ভরে যায়। আমি কথা দিয়েছিলাম, ‘সেবাশ্রয়’ আবার ফিরবে। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হল।”

স্বাস্থ্য পরিষেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বছর প্রথম শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ কর্মসূচি, যা খুব দ্রুত হাজার হাজার মানুষের কাছে ভরসার প্রতীক হয়ে ওঠে। প্রথম পর্যায়ে ৭৫ দিনে, ১২,৩৫,৭৭৩ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন, ৮,৯৩,১৬২ জন ডায়াগনস্টিক পরীক্ষা করিয়েছেন এবং ৬,৪৭৬ জন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। সেই সময় ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা কেন্দ্রে ২৯১টি নিয়মিত স্বাস্থ্য শিবির এবং ২৭০টি মেগা ক্যাম্প আয়োজিত হয়, যা রাজ্যের অন্যতম বৃহৎ জনভিত্তিক স্বাস্থ্য পরিষেবা উদ্যোগ হিসেবে স্বীকৃতি পায়।
এবার আরও বিস্তৃত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ‘সেবাশ্রয় ২’ শুরু হতে চলেছে। সবার কল্যাণ নিশ্চিত করার নতুন অঙ্গীকার নিয়ে এগিয়ে চলবে এই কর্মসূচি — যার মূলমন্ত্র, “সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।”
