রক্তের সঙ্কটের মোকাবিলা করতে বিদায়ী পৌরপিতা গোপাল রায়ের উদ্যোগে ‘চিকিৎসক দিবসে’ রক্তদান উৎসবে স্থানীয় ইমন ও দিতিপ্রিয়া
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২রা জুলাই ২০২১ : বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে ‘চিকিৎসক দিবস’ উদযাপনে গতকাল কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওয়ার্ডে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী স্মৃতি ভবনে বিদায়ী পৌরপিতা গোপাল রায়ের উদ্যোগে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও অন্যান্য ওয়ার্ডের কো অর্ডিনেটর ও নেতৃবৃন্দরা।
এই ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী স্মৃতি ভবনের নির্মানের মূল উদ্যোক্তাদের অন্যতম জীবিত সদস্য ১১৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গোপাল রায় তার বক্তব্যে সেই ইতিহাস তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কোভিডের প্রথম ও দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করা গেছে কিন্তু শোনা যাচ্ছে তৃতীয় তরঙ্গ খুবই ভয়ঙ্কর হতে চলেছে তাই আমাদের সকলকে সাবধানে ও সতর্কতা অবলম্বন করতে হবে। বক্তব্য রাখেন সাংসদ শিভাশিস চক্রবর্তী, বিধায়ক লাভলি মৈত্র, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে সঙ্গীত পরিবেশন করেন ইমন চক্রবর্তী। দিতিপ্রিয়া ও ইমন এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হিসাবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।