করোনা ভাইরাসের সচেতনতা প্রচারে শ্রমিক নেতা ও যুব সভাপতি রাহুল যাদবপুর ২১২ বাসস্ট্যান্ডে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২০শে মার্চ ২০২০ : কোভিড ১৯ নিয়ে মানুষ এতটাই আতঙ্কে ভুগছেন যে খাবারের আগে মাস্ক ও স্যানিটাইজার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু বাজারে না পাওয়া যাচ্ছে মাস্ক, না পাওয়া যাচ্ছে স্যানিটাইজার। যদিও পাওয়া যাচ্ছে দাম এতটাই বেড়ে গেছে যে কিছুটা পিছিয়ে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে যাদবপুর ২১২ বাসস্ট্যান্ডের শ্রমিকদের নিয়ে ২১২ বাস রুটের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি-র সভাপতি তথা কলকাতা কর্পোরশেন ১০৪ নং ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাহুল ঘোষের উদ্যোগে এক সচেতনতা প্রচার আয়োজন করা হয়েছিল।
প্রায় ২০০ জনকে হাতে স্যানিটাইজারের ফোঁটা দেওয়া হয়, একটা সাবান ও একটা মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া একইসাথে পথচলতি মানুষদেরও দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান ও ১০৪ নং ওয়ার্ডের পৌরপিতা তারকেশ্বর চক্রবর্তী। অনুষ্ঠানে রাহুল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বিশেষ করে উল্লেখ করে বলেন,
মমতা ব্যানার্জি যেভাবে নিজের হাতে পরিস্থিতকে সামাল দিয়েছেন তা ভাবার বাইরে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের প্রশংসা না করে থাকা যায় না। সব হাস্পাতালকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন করোনা ভাইরাস সন্দেহ বা আক্রান্ত হয়ে কেউ এলে তাঁর চিকিৎসা করতে হবে। করোনা ভাইরাসের কারণে একটা অভ্যাস ভাল হয়েছে, সব মানুষকে খাবারের আগে হাত ধোয়ার অভ্যাসটা হয়েছে। আমরা শুধু বলছি, নিজেকে সাবধানে রাখুন, গুজব ছড়াবেন না, সচেতন হন। নীচের ভিডিওতে বাকি অংশটা দেখে নিতে পারবেন। ভিডিও দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবিপিতকমা।