প্রথম পাতারাজনীতি

২১শে জুলাই প্রতিবারই রেকর্ড হয় এবারও হবে, ২০২১ সাল মমতার নেতৃত্বে সরকার থাকবে : শোভনদেব

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই জুলাই ২০১৯ : গত লোকসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্রে তৃণমূল পরাজিত হয় কিন্তু ২১শে জুলাই উপলক্ষে গতকাল আনোয়ার শাহ রোড থেকে হাজরা রোড পর্যন্ত এক বিশাল মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস। এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশ্যানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, পুরমাতা পারমিতা চ্যাটার্জি, সায়নদেব চট্টোপাধ্যায় সহ অনেকে। রাসবিহারী কেন্দ্রের প্রায় সব ওয়ার্ড থেকে কর্মী ও সমর্থকরা এই প্রচন্ড তাপমাত্রাকে উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আজ যারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের আমি আভিনন্দন জানাই। বিগতদিনে ২১শে জুলাই প্রতিবারের রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়েছে এবারও গতবারের রেকর্ড ভাঙবে। গত দুটো সরকার মমতা নেতৃত্ব হয়েছে ২০২১ সালেও মমতার নেতৃত্বে সরকার থাকবে। আমাদের শুধু একটাই দাবি থাকবে সারা পৃথিবীতে সব দেশে যেভাবে ব্যালট পেপারে ভোট হয়েছে সেই দাবিতে আগামীদিনের নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হবে। মমতা আন্দোলনের জন্য একসময় ভোটার পরিচয় পত্র চালু হয়েছিল এবারও মমতার আন্দোলনের ফলে ব্যালট পেপার ফিরে আসবে। বক্তব্য রাখেন দেবাশিস কুমার, বৈশ্যানর চট্টোপাধ্যায় ও সায়নদেব চট্টোপাধ্যায়। দেবাশিস কুমার সকলের উদ্দেশ্যে জানান, ২১শে জুলাই এবছর সকলে সকাল ১০টার মধ্যে হাজরা রোডে জমায়েত হবে এবং এক বিশাল মিছিল করে প্রমাণ করে দেবো তৃণমূল আজও ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *