প্রথম পাতা

বিধায়ক ফিরদৌসী বেগম কবিগুরুর ১৫৯তম জন্ম বার্ষিকি পালন করলেন এবং করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর রিলিফে তুলে দিলেন ৩০ লাখ টাকা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মে ২০২০ : বারুইপুর জেলা পুলিশের উদ‍্যোগে, এবং নরেন্দ্রপুর থানার আয়োজনে, আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্ম বার্ষিকি পালন করা হলো কামালগাজী মোড়ে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্য পুলিশের আই.জি.রাজীব মিশ্র,
রাজ‍্য পুলিশের ডি.আই.জি প্রবীণ ত্রীপাঠী, বারুইপুর জেলা পুলিশের সুপার রশিদ মুনির খান, ডি আই জি মিরকাসীম, ইন্দ্রজিৎ বসু, সোনারপুর উওর বিধানসভার বিধায়ক,ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডাঃ পল্লব দাস, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ,নজরুল আলি মন্ডল, নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক,সুখময় চক্রবর্তী, সোনারপুর পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবীর সরকার সহ আরো বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।

এদিন অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান বিধায়ক ফিরদৌসী বেগম, রাজ‍্য পুলিশের আই.জি.রাজীব মিশ্র, রাজ‍্য পুলিশের ডি.আই.জি প্রবীণ ত্রীপাঠী, বারুইপুর জেলা পুলিশের সুপার রশিদ মুনির খান, ডি আই জি মিরকাসীম, ইন্দ্রজিৎ বসু, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, নরেন্দ্রপুর

থানার আই সি সুখময় চক্রবর্তী, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডাঃ পল্লব দাস, সি আই সি নজরুল আলি মন্ডল, পৌরমাতা অশোকা মির্ধা, নমিতা দাস, দীপা ঘোষ, পৌরপিতা বিশ্বজিত দে, অভ্র মুখার্জি, সঞ্জিত চ্যাটার্জি, তরুণকান্তি মন্ডল সহ অনেকে। এই মহতি অনুষ্ঠানে বিধায়কের তরফে রাজ্যে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে সোনারপুর উত্তরের ১৮৪টি ক্লাব, ব্যবসায়ী সংগঠন ও ব্যক্তিগত অনুদান মিলিয়ে ৩০ লাখ ৮২ হাজার টাকা বারুইপুর জেলা পুলিশের সুপার রশিদ মুনির খানের হাতে তুলে দেন বিধায়ক ফিরদৌসী বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *