প্রথম পাতা

করোনা দুর্যোগে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো মানবিক নরেন্দ্রপুর থানা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২রা এপ্রিল ২০২০ : সারা বিশ্বে করোনার থাবা এক মহামারীতে রূপান্তরিত হয়েছে। বহু দেশে মৃত্যুর ঢল নেমেছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে (১২৫০০), এরপর স্পেন (৯০৫৬), আমেরিকা (৫০৪৫), চীন (৩৪০০), ইরান (৩০০০), ব্রিটেন (২৫০০), বাংলাদেশে ৪৮ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৬ জনের আর ভারতে ২০০০ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে মাত্র ৫০। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯, ৩২,৬০৫ এবং মৃত্যু হয়েছে ৪৭৫৯৩।ভারতে আক্রান্ত হয়েছেন ২০০০ এবং মৃত্যু হয়েছে ৫২ জনের কিন্তু হাসপাতাল থেকে সুস্থ্য হয়েছেন ১৫১জন। রাজ্যে আক্রান্ত ৫৩ আর মৃত্যুর সংখ্যা ৭জন।এরকম অবস্থায় নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী দিয়ে গোটা সোনারপুর উত্তর বিধানসভা কড়া টহল দিয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব পালন করেছেন।

বারেবারে মাইকিং করে মানুষকে অনুরোধ করেছেন যাতে মানুষ অপ্রয়োজনীয় কারণে ঘরের বাইরে না হন। এরসাথে তিনি এমনও বলেন বাজারে আসতে হলে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। মানুষ কাছাকাছি এলে এই রোগ বেশি ছড়ানোর প্রবণতা থাকে। এবার নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তীর উদ্যোগে সাম্প্রতিক কামালগাজী স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত প্রায় ২০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল ও আলু তুলে দেন। দুঃস্থ মানুষদের এই খাদ্য সামগ্রী বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশ সুপার রাশিদ মুনিম খান, ডি এস পি মির্জা মীর করিম, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল।এমন পরিস্থিতিতে নরেন্দ্রপুর থানা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক দিকটা দেখালেন। তাঁরা ফের প্রমাণ করলেন যে পুলিশ শুধু শাসন করে না, তাদের নিরাপত্তার কথাও সহানুভূতি ও আন্তরিকতার সাথে দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *