প্রথম পাতা

২১শে জুলাই-এর প্রস্তুতি মঞ্চে সরজমিনে দেখলেন মমতা ব্যানার্জি

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২১শে জুলাই ২০২২ : গত দুবছর কোভিডের কারণে প্রকাশ্যে ২১শে জুলাই শহীদ দিবস উদযাপন করা যায় নি। এবছর শহীদ তর্পণ অনুষ্ঠিত হচ্ছে ধর্মতলায়। আর এই নিয়ে গোটা রাজ্যে একটা উত্তেজনা, উৎসাহ, উন্মাদনা দেখা গেছে। গোটা রাজ্যে তৃনমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পথসভা।

২১শে জুলাই মানেই শহীদ তর্পণ দিবস, নির্দেশিকা দিবস, বার্তা দিবস, শ্রদ্ধাজ্ঞাপন দিবস, প্রতিশ্রুতি দিবস, শপথ দিবস, উৎসব দিবস, আবেগ দিবস, উৎসর্গ দিবস। আর সেই আবেগ, শ্রদ্ধা, তর্পণকে সুনির্দিষ্ট করতে গতকাল বিকেলে অনুষ্ঠান্মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্য নেতৃত্বের সাথে গোটা মঞ্চের কাজ ঘুড়ে দেখেন। একসাথে আড্ডার মেজাজে সকলের সাথে বসে চা পান করেন। বাইরে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। এবার সকলের ধারণা পুরানো সব রেকর্ড ছাপিয়ে যাবে কারণ ২০২১ সালের নির্বাচনের বিজয় উৎসব করা যায় নি তাই এই দিনটায় উৎসবমুখর হয়ে উঠবে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *