প্রথম পাতা

বাংলার সর্ব বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা “অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল”-এর ৬ষ্ঠ বর্ষে মিমি, জাভেদ খান ও মনীষ গুপ্ত উপস্থিত সোনারপুর উৎসবে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২রা ফেব্রুয়ারি ২০২০ : দেখতে দেখতে ছয়টা বছর হয়ে গেল সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে ও রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি এবং সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক নজরুল আলি মন্ডলের পরিচালনায় ৬ষ্ঠ বর্ষে পা দিল “সোনারপুর উৎসব ও অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল” ২৮শে জানুয়ারি চলবে ২রা ফেব্রুয়ারি ২০২০। প্রতিবছর এই কার্নিভাল শুরু হয় গড়িয়া স্টেশন রোডের কর্মমন্দির মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে।এবারও ছিল সেই বর্ণাঢ্য অনুষ্ঠান “ওয়াক ফর স্পোর্টস”।শোভাযাত্রায় অংশগ্রহণ করে ফুটবল জাগলার, বিধানসভার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ক্লাব সংগঠন, রাজপুর সোনারপুর পৌরসভার ১৭টা ওয়ার্ডের পুর প্রতিনিধি ও কর্মীরা, ৫টা পঞ্চায়েত এলাকার কর্মীরা এবং পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সদস্য ও সদস্যারা। এছাড়া তৃণমূল দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।

এবারের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, নজরুল আলি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর দক্ষিণ বিধায়ক অধ্যাপক জীবন মুখার্জি, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য, নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, বোড়াল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই কর্মকার, সোনারপুর উত্তর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, রাজপুর সোনারপুর পৌরপ্রধান ডাঃ পল্লব দাস, গড়িয়া টাউন যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত সেনগুপ্ত, গড়িয়া আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ, পৌরমাতা পাপিয়া হালদার, অশোকা মির্ধা, নমিতা দাস, নিতু দাস এবং পৌরপিতা তরুণ কান্তি মন্ডল, অভ্র মুখার্জি, সঞ্জিত চ্যাটার্জি, বিশ্বজিৎ দে, রঞ্জিত মন্ডল, খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গোঁরা চাঁদ নস্কর সহ প্রদীপ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস (নন্দ), মলয় মুখার্জি, ইসরাফিল সরদার এবং অনেকে। গড়িয়া কর্মমন্দির থেকে “ওয়াক ফর স্পোর্টস”-এর শুভসূচনা করেন বিধায়ক ফিরদৌসী বেগম। ধীরে ধীরে শুভাযাত্রা এগিয়ে যায় কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের দিকে।শোভাযাত্রার মূল আকর্ষণে ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুভাষ ভৌমিক, অ্যালভিটো ডি কুনহা, ডগলাস।

শোভাযাত্রা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ” অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল”-এর পতাকা উত্তোলন করেন প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক।উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী, রাজ্যসভা সাংসদ এবং জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী ও মনীষ গুপ্ত, রাজ্যের মন্ত্রী জাভেদ খান, দক্ষিণ ২৪ পরগণা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল, বিডিও ডাঃ সৈকত মাঝি, ডি এস পি, বারুইপুর পুলিশ সুপার।এরপর বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হয়।মিমি চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, জাভেদ খান প্রদীপ প্রজ্জ্বলন এবং ফানুস ও বেলুন উড়িয়ে “অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল”-এর শুভ সূচনা করেন।সাংসদ মিমি বলেন, এটা আমার প্রথমবার এই অনুষ্ঠানে আসা। আজ না এলে খুব মিস করতাম। এরকম একটা বর্ণাঢ্য অনুষ্ঠান আমার লোকসভা কেন্দ্রে হয় দেখে বেশ গর্ব হচ্ছে। বিধায়ক ফিরদৌসী বেগম ও নজরুল আমি মন্ডল এরকম একটা অনুষ্ঠান করেন যা মনে হয় শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে নয়, দক্ষিণ ২৪ পরগণায় নয় গোটা বাংলায় সেরা।জাভেদ খান বলেন, আমিও আমার কেন্দ্রে খেলাধুলা নিয়ে অনুষ্ঠান করি কিন্তু এটা যা দেখলাম তা একটা উৎসব। এধরনের একটা অনুষ্ঠান করা সাধারণ ব্যাপার নয়। আমি শুভেচ্ছা জানাই এই কার্নিভাল সারা ভারতে সর্ব শ্রেষ্ঠ হয়ে উঠুক। শুভাশিস চক্রবর্তী ক্যারাম, ব্যাডমিনটন, ব্রীজ উদ্বোধন করেন এবং জাভেদ খান ওয়াটার পোলো, ফুটবল উদ্বোধন করেন।সাংসদ মনীষ গুপ্ত দাবা ও ক্যারাম খেলেন।

এবারের কার্নিভালে স্পোর্টস-এর মধ্যে আছে ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারাম, ব্রীজ, খো খো, কাবাডি, ব্যাডমিনটন, ওয়াটার পোলো ও ভলিবল।এবারের নতুন সংযজন ছিল দাবা, ওয়াটার পোলো ও ব্যাডমিনটন। এবারের সোনারপুর উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পিঠে পুলি উৎসব। পিঠে পুলি উৎসব উদ্বোধন করেন সাংসদ মিমি চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। মিমি চক্রবর্তী বিধায়ক ফিরদৌসী বেগমের মুখে পিঠে দিয়ে সূচনা করেন সোনারপুর উৎসবের পিঠে পুলি উৎসব।ছবি সৌমিত্র কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *