প্রথম পাতা

মমতা ব্যানার্জির উদ্যোগে “মা” রান্নাঘর নির্বাচনের মোড় ঘুরে গেল, চালু করলেন বিধায়ক ফিরদৌসী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৬ই ফেব্রুয়ারি ২০২১ : মমতা ব্যানার্জি নবান্ন থেকে কলকাতা ও রাজ্যের মানুষের জন্য “মা” প্রকল্পের সূচনা করলেন। এই “মা” প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের জন্য ডিম, ভাত, ডাল ও সবজি পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। রোজ বেলা ১টা থেকে ২টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে।

সেই একই পদ্ধতিতে দঃ ২৪ পরগণা প্রথম সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম তাঁর বিধানসভার মানুষের জন্য “মা” প্রকল্প চালু করলেন কামালগাজী মোড়ে। এদিন বিধায়ক ফিরদৌসী বেগম ও তৃনমূলের মহিলা বাহিনী নিয়ে মানুষের হাতে “মা” প্রকল্প অন্তর্গত সব পদ দিয়ে প্লেটে করে মানুষের হাতে তুলে দেন, চলবে আগামী তিন মাস। এদিন কামালগাজী মোড়ে মঞ্চে বড় স্ক্রিন লাগিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ডিজিটাল উদ্বোধন সরাসরি প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *