বিধায়ক ফিরদৌসী কতটা মানবিক, রাস্তায় আহত মহিলাকে দায়িত্ব নিয়ে ভর্তি করলেন নার্সিংহোমে
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১লা সেপ্টেম্বর ২০২১ : আজ পুলিশ দিবস আর তাই নরেন্দ্রপুর থানায় আই সি অনির্বান বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিয়ে ফেরার পথে বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম দেখেন তার সামনে বাইকের পিছনে বসে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ রাস্তায় পড়ে যান। সাথে সাথে তিনি নিজের গাড়ি থামিয়ে সেই মহিলাকে প্রাথমিক পরিষেবা দেন। কিন্তু মহিলার গুরুতর চোট লাগে এবং প্রচন্ড পরিমানে রক্তক্ষরণ হয়। সাথে সাথে তিনি একটা ট্যাক্সিতে মহিলাকে তুলে দিয়ে হিন্দুস্থান হেলথ পয়েন্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এখানেই শেষ নয়, তিনি নিজেও সেই নার্সিং হোমে পৌঁছে যান এবং আহত মহিলার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
তিনি জানতে পারেন মহিলা জিয়ামিনা গাজি (৪৫) উত্তর কুমড়োখালির বাসিন্দা নিজের ছেলের বাইকের পিছনে করে ফিরছিলেন। হঠাৎ কোন কারণে বাইক থেকে পড়ে যান এবং রাস্তায় লুটিয়ে পড়েন। সর্বশেষ খবর, বিধায়ক এখনও নিজে নার্সিং হোমে বসে আছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন যাতে দ্রুত চিকিৎসা করে মহিলাকে সুস্থ করে তোলা যায়।
এটাই শুধু নয়, আমি নিজে একদিন বিধায়কের গাড়িতে এক অনুষ্ঠান থেকে ফিরছিলাম। মা ফ্লাই ওভারের উপর এক মাঝবয়সি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ফ্লাই ওভার দিয়ে হাঁটতে দেখে কর্মরত ট্র্যাফিক পুলিশকে বলেন সেই ব্যক্তির কথা এবং যাতে কোন দুর্ঘটনার মুখে না পড়েন তা দেখে নিতেও বলেন। বিধায়ক কতটা মানবিক তা এখান থেকেই বোঝা যায় কারণ তিনিও একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা এবং সব থেকে বড় তিনি একজন মানুষ, এটাই পরিচয়।