সোনারপুর উত্তর বিধানসভার গর্বের পুজো নরেন্দ্রপুর গ্রীন পার্ক এবার কার্নিভ্যালের ৭৯টি প্রতিমার মধ্যে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৯ই অক্টোবর ২০১৯ : কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জেলায় মহা ধুমধাম করে পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দূর্গা পুজো। এই উৎসব বিশ্বের দরবারে এক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। মমতা ব্যানার্জির সরকারে আসার পর শুরু করেছেন কার্নিভ্যাল। এই কার্নিভ্যালে কলকাতা ও জেলার বিশেষ কিছু পুজো নিয়ে শোভাযাত্রার মাধ্যমে কলকাতার রেড রোডে প্রদর্শিত হয়। এবার সেই কার্নিভ্যালে ৭৯টি প্রতিমা অংশগ্রহণ করবে তবে পুলিশ কমিশনারের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগণা জেলার দমদম তরুণ দল, শ্রীভূমি, ভারত চক্র ক্লাব, বরানগর নেতাজি কলোনি, নোয়াপাড়া দাদাভাই
সংঘ, হাওড়া জেলার শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব এবং দক্ষিন ২৪ পরগণা জেলার পদ্মপুকুর ইউথ ক্লাব ও নরেন্দ্রপুর গ্রীন পার্ক দুর্গোৎসব কমিটি। গতবার এই তালিকায় ছিল গড়িয়ার নবদূর্গা কিন্তু এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুর গ্রীন পার্ক। নরেন্দ্রপুর গ্রীন পার্কের সম্পাদক বিশ্বজিত দাস (নন্দ) জানান, এই পুজো সত্যিই সোনারপুরের গর্ব হয়ে দাঁড়িয়েছে। এই পুজোর মূল উদ্যোক্তা রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি তথা সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক
প্রধান নজরুল আলি মন্ডল যিনি এই ওয়ার্ডের পৌরপিতা এবং এই পুজোর সভাপতি। অন্যদিকে আমাদের গর্ব বিধায়ক ফিরদৌসী বেগম এই পুজোর চেয়ারম্যান। তাঁদের পরিকল্পনা ও পরিচালনায় এই পুজো হয়ে আসছে বহু বছর ধরে। প্রতিবার আমরা বিধানসভা ও জেলায় শ্রেষ্ঠত্ব লাভ করেছি তবে এবছর এই পুজো কার্নিভ্যালে স্থান করতে পেরে আমাদের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা থীম পুজো করি ঠিক কথাই কিন্তু তার মধ্যে থাকে আন্তরিকতা ও এক পারিবারিক সম্পর্ক। আমরা সকলকে একজয়গায় নিয়ে একটা সুস্থ্য সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পালন করি দুর্গোৎসব।