অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রেশন বন্ধ করলেও মুখ্যমন্ত্রী মমতা বহাল রাখলো
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই জানুয়ারি ২০২১ : গোটা দেশ করোনা অতিমারির কবলে ধুঁকছে। মানুষ কাজ হারিয়েছে, ব্যবসায় মন্দা, রোজগার কমেছে। ভোটের কথা মাথায় নিয়ে তৎকালীন পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্র সরকারের দেওয়া প্রতিটা ডিজিটাল রেশন কার্ডে ৫ কেজি চাল, ৩কেজি গম ও ৩ কেজি আটা দেওয়ার কথা ঘোষণা করেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বসাধারণের জন্য প্রতি কার্ড পিছু ২কেজি চাল ও ৩ কেজি গম বিনা পয়সায় দেওয়ার কথা ঘোষণা করেন।
মানুষের রোজগার কমলেও রেশনে পরিমান মত রেশন পাওয়ার ফলে নিশ্চিন্তে ছিল। ভেবেছিল রোজগার কমলেও পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে বাঁচতে পারবে। কিন্তু আনলক ঘোষণার কয়েক মাস পরে সেই আশায় জল ঢেলে দিল প্রধানমন্ত্রী। তিনি চুপিচুপি জানিয়ে দিলেন প্রতি কার্ডে আর ৩ কেজি গম পাবে না, ৪ কেজি চালের জায়গায় কমে হল ২কেজি, ৩ কেজি আটা বহাল থাকলো। কিন্তু মমতা ব্যানার্জি যা দিয়েছিলেন গত এপ্রিলে এখনও তাই বহাল রেখেছেন কারণ পরিস্থিতির কোন অবস্থার পরিবর্তন হয় নি। এটাই মানবিক মুখ্যমন্ত্রী যার বিরোধিতা করতে বিরোধীরা মুখিয়ে থাকে। এটাই পরিস্কার করে দেয় মানুষের পাশে প্রকৃত সাহায্যের হাত বাড়িয়ে কে থাকে।