আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উদযাপনে ‘রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট’ ও টিম ‘গুলদস্তা’
নিজস্ব সংবাদদাতা, এবিপিতকমা, কলকাতা, ১০ই মার্চ ২০২০ : আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস, কেবলমাত্র মেয়েদের জন্য একটা গোটা দিন।আর সেই দিনটা উদযাপন করলো ‘রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট’ ও টিম ‘গুলদস্তা’।ধর্ম কিংবা খিদে, দৌড় কিংবা লড়াই, পরিচয় কিংবা নিজেকে খোঁজা; এই সমস্ত রঙ মিলে যায় একটি রঙে। সে রঙ ভালোবাসার। ৭ই মার্চ, সিমপার্ক গ্রাউন্ডে উপস্থিত ছিলেন, অন্তরা দাস ( বাচিক শিল্পী), চন্দনা মারান্ডি ( খেলোয়াড়), শাঁওলি মজুমদার ( মহুল ব্যান্ড এন্ড প্যাস্টেল এন্টারটেইনমেন্টের কর্ণধার), ঝর্ণা সাহা, ( সেলসওম্যান), প্রিয়াঙ্কা (শিক্ষিকা), চন্দ্রিমা ভট্টাচার্য ( গায়িকা), আনন্দরূপা চক্রবর্তী (অভিনেত্রী), অদিত্রি চৌধুরী ( ট্রান্সওম্যান), ডলি দত্ত ( পশু প্রেমী/ সারমেয়দের ত্রাতা ), ‘রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্টের’ কর্ণধার শ্রী অঙ্কিত দাস ও অন্যতম কাণ্ডারি যশ তোলানি উপস্থিত ছিলেন এই সকল উজ্জ্বল নারীদের সন্মান জানাতে।
‘রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট’ একটি নতুন ধারার ভাবনার অঙ্গীকার করে। নতুন মুখ, নতুন চিন্তাকে স্বাগত জানানোর একমাত্র মাধ্যম হওয়ার লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। তাঁদের লক্ষ্য বাংলা ছবির উজ্জ্বল ভবিষ্যৎ।বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার ছবি নিয়েও কাজ করতে আগ্রহী রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট।সম্প্রতি তারা শেষ করেছেন তরুন পরিচালক অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘গুলদস্তা- গল্প একই মুহূর্ত অনেক ’।
দুই কর্ণধার যশ তোলানি ও অঙ্কিত দাসের কথায়, “আমাদের নির্মিত পরিচালক অর্জুন দত্তের আসন্ন ছবি ‘গুলদস্তা- চেনা মুহূর্তে অচেনা’ বিভিন্ন নারীর গল্প বলে।আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, সেলুলয়েডের বাইরে আসল জীবনের টুকরো ছবিকে সম্মানিত করে গর্বিত রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট। ” উপস্থিত ছিলেন, ‘গুলদস্তা- গল্প একই মুহূর্ত অনেক ’ ছবির কলকুশলীদের মধ্যে অনুরাধা মুখার্জি, ছন্দা কারাঞ্জি চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, অনুভব কাঞ্জিলাল, সংগীত পরিচালক সৌম্য ঋত এবং সংগীতশিল্পী শাওনি। অনুষ্ঠানে পালিত হলো আসন্ন দোল উৎসব।প্রচারে সুদীপ যাদব।