রোটারি ক্যালকাটা মহানগরের দত্তক বয়নালা গ্রাম, শুরু হল গ্রামীণ উন্নয়নের নতুন অধ্যায়
অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, ৪ঠা জুলাই ২০২৫, কলকাতা : রোটারি ক্যালকাটা মহানগর আজ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ২৪ পরগনার নারেন্দ্রপুরের খেদাহা সংলগ্ন বয়নালা গ্রামকে দত্তক নিল। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়নের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী শেখর মেহতা। তিনি বলেন, “এই প্রকল্প আমার বহুদিনের স্বপ্ন ছিল। আজ তা বাস্তবায়িত হতে দেখে আনন্দ হচ্ছে।”
অনুষ্ঠানে আরও ছিলেন আসন্ন জেলা গভর্নর শ্রী পুর্নেন্দু রায় চৌধুরী ও রোটারি ক্যালকাটা মহানগরের প্রাক্তন সভাপতি শ্রী সঞ্জয় ভলোটিয়া।

এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল শিক্ষা ও মহিলাদের স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামের মধ্যে তৈরি হয়েছে একটি কম্পিউটার লার্নিং সেন্টার, যেখানে স্কুল পড়ুয়া ও গ্রামবাসীরা প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পাবে।
স্বাস্থ্য পরিষেবার জন্য চালু হয়েছে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র। এখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মাতৃত্বকালীন পরিষেবা দেওয়া হবে।

মহিলাদের জন্য সেলাই, বিউটি থেরাপি ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা স্বনির্ভর হতে পারেন।
স্থানীয় স্কুলগুলির অবকাঠামো উন্নয়ন, বই-পত্র ও শিক্ষাসামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতনতা বাড়ানোর কাজও হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের নেতৃত্বে রয়েছেন রোটারি ক্যালকাটা মহানগরের বর্তমান সভাপতি সঞ্জয় ভলোটিয়া।
এই উদ্যোগকে গ্রামীণ উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দেখছেন রোটারি সদস্যরা। সংগঠনের বক্তব্য, “নিজের-এর ঊর্ধ্বে সেবা”—এই মূলমন্ত্রকে সামনে রেখেই কাজ চলবে আগামী দিনেও।