সাতদিনের সবলা মেলা নিয়ে বিভিন্ন রঙে সেজে উঠছে গড়িয়া স্টেশন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২১শে নভেম্বর ২০১৯ : প্রথমবার সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে সোনারপুর উত্তর বিধানসভায়।এই সবলা মেলা রাজ্য সরকারের একটি উদ্যোগ যেখানে বিভিন্ন স্টল ছারাও থাকে ক্রেতা সুরক্ষা সচেতনতা কেন্দ্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সোনারপুর উত্তর বিধানসভায় সবলা মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২শে নভেম্বরে গড়িয়া স্টেশনের মিলন সংঘ মাঠে। উদ্বোধনে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, যাদবপুর কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর মহকুমা শাসক, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বিধানসভার বিধায়ক, সোনারপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা, পঞ্চায়েত এলাকার বিভিন্ন পদাধিকারেরা সহ অন্যান্য অতিথি। আজ বেলা ৩টে থেকে ট্যাবলো নিয়ে পরিক্রমা করবেন মেলার দায়িত্বে থাকা নজরুল আলি মন্ডল, পিন্টু দেবনাথ, জয়ন্ত সেনগুপ্ত, শ্রীমন্ত নস্কর সহ অনেকে।
সবলা মেলা শুরু হবে ২২শে নভেম্বর চলবে ২৯শে নভেম্বর বলে জানান পিন্টু দেবনাথ। তিনি আরও জানান ২২শে নভেম্বর বেলা ৩টে মেলা উদ্বোধন করতে আসবেন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে এবং তিনি এখানেই মধ্যাহ্ন ভোজন। এছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন স্টল থাকবে। স্টলের মধ্যে বিশেষ করে থাকবে বিধায়ক ও সাংসদের স্টল। মানুষ এখানে এসে বিভিন্ন ব্যাপারে অনুসন্ধান করতে পারবেন। জয়ন্ত সেনগুপ্ত জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান তিনটে ভাগে ভাগ করা হয়েছে যেমন ৩টা থেকে ৫টা, ৫.৩০টা থেকে ৭.৩০টা ও ৭.৩০টা থেকে রাত ৯.৩০।
অনুষ্ঠানের মধ্যে থাকবে আদিবাসী নৃত্য, ঢাকী, লোকসঙ্গীত, বাউল, ভাটিয়ালী, পল্লীগীতি, কীর্ত্তন, কুইজ, আলোচনা চক্র সহ বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করতে আসছেন সুরজিত চ্যাটার্জি (ভুমি খ্যাত বর্তমানে সুরজিত ও বন্ধুরা), নবনীতা চ্যাটার্জি (জি বাংলা খ্যাত), দেবব্রত মল্লিক (সারেগামাপা খ্যাত), তন্ময় চ্যাটার্জি (ইটিভি খ্যাত), তন্ময় আধিকারী (মিরাক্কেল খ্যাত) সহ আরও অনেকে।সবলে মেলাকে ঘিরে এলাকায় বেশ উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু সমস্যা একটাই পরীক্ষা। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে।তার মধ্যেও সবলা মেলাকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠছে গড়িয়া স্টেশন এলাকা। আজ সকাল থেকে জয়ন্ত সেনগুপ্ত ও পিন্টু দেবনাথ তৎপরতার সাথে মাঠের কাজ ও রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেন।মেলাকে কেন্দ্র করে ৭টা সাব কমিটি তৈরি হয়েছে যেমন সাংস্কৃতিক বিভাগে মূল পৌরপিতা বিভাস মুখার্জি, স্বাস্থ্যে পৌরমাতা পাপিয়া হালদার, স্বেচ্ছাসেবকের দায়িত্বে শ্রীমন্ত নস্কর, খাদ্য ও পরিষেবা পিন্টু দেবনাথ, ফিনান্স নজরুল আলি মণ্ডল, প্রচারে জয়ন্ত সেনগুপ্ত।
আমরা সবার নীচে সবলা মেলা ২০১৯ সালের অনুষ্ঠানসূচী ও সময়ের তালিকা পাঠকদের সুবিতার্থে প্রকাশ করা হয়েছে।