করোনার লকডাউনের মধ্যে নৃশংস ভাবে হত্যা গড়িয়ায়, গ্রেপ্তার তিন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে এপ্রিল ২০২০ : করোনার জেরে সারা রাজ্যে লকডাউন পরিস্থিতি। কেউ সেভাবে রাস্তায় থাকছে না। কাজ নেই, ব্যবসা নেই, বাজার নেই, দোকান নেই তাই মানুষও নেই রাস্তায়। তার মধ্যেই ৫২ পল্লীর বাসিন্দা শুভঙ্কর দে (রানা) কে ২০শে এপ্রিল ভোর ৩টের সময় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করা হয় বলে থানায় অভিযোগ করেন রানার মামা।অভিযোগ পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ সহ এলাকায় পৌঁছান আই সি সুখময় চক্রবর্তী।
স্থানীয় সূত্র অনুযায়ী আদর্শ নগরের খাল ও মাঠের দিকে রানার নিথর দেহের খোঁজ করতে যান।বহুক্ষন খোঁজার পরও রানার দেহের সন্ধান পাওয়া যায় নি। এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই হত্যার সাথে সরাসরি যুক্ত বুয়া সাহা, সুজয় হালদার ও অনিমেশ চক্রবর্তী সহ অনেকের নামে অভিযোগ কর হয় বলে জানা যায়।অভিযুক্তদের বিরুদ্ধে কেস নং ৩৭৯ অভিজগে ৩৬২, ৩৬৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ নং ধারায় মামলা করে পুলিশ। রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রায় ২০ জোন বলে এলাকা সূত্রে জানা যায়। অবশেষে ২৩সে এপ্রিল আদর্শ নগরে সুতি খালে জিরো পয়েন্টে হদিশ মেলে রানার দেহের। পুলিশ এসে রানার দেহ খাল থেকে উদ্ধার করে।সেই সময় রানার হাত-পা বাধা ছিল এবং মাথায় ও গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। যদিও রানার বিরুদ্ধে বহু অভিযোগ আগেই ছিল। এলাকায় রানা খুনের আগে বোমাবাজিও হয় বলে জানা যায়।