প্রথম পাতা

“গঙ্গা সাগরের প্রতি আলিপুর সদর প্রশাসনের এসডিও তমোঘ্ন কর-এর উদ্যোগে রক্ষক ফাউন্ডেশন”

দেবপ্রিয় বসু, তকমা নিউজ, কলকাতা, ১১ই জানুয়ারি ২০২৪ : সবুজ গঙ্গা সাগরের প্রচারে সক্রিয়ভাবে কাজ করে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর সদরের এসডিও শ্রী তমোঘ্ন কর বলেছেন, “আমরা পরিবেশগত সমস্যা এবং নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। আমরা আনন্দিত যে রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা আমাদের উদ্যোগে কাজ করছে, আবেগের সাথে প্ল্যাকার্ড নিয়ে চাক্ষুষ বার্তার মাধ্যমে সচেতনতা তৈরি করছে, ভক্তদের কাছে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করছে, ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করছে এবং সবুজ গঙ্গা সাগরের প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে।

রক্ষক ফাউন্ডেশন যেটি একটি অলাভজনক সংস্থা, তার প্রতিষ্ঠাতা চৈতালি দাস একটি সবুজ গ্রহের প্রচার, কারাগারের কয়েদি নারীর ক্ষমতায়ন সংস্কার এবং পাট-এর ব্যবহারের পুনরুজ্জীবিত করার জন্য নিবেদিত।

তিনি জানান, “বিগত কয়েক বছর ধরে, আমরা বিভিন্ন পরিবেশবান্ধব প্রচারে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম, আমরা ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মণ্ডলী গঙ্গা সাগর মেলা’র সাথে যুক্ত হওয়ার বিশেষাধিকার পেয়েছে” যার একটি বিশেষ কারণ বজবজ সংশোধনাগারের সাথে অংশীদারিত্বের৷ উদ্বোধনী অনুষ্ঠানে বজবজ সংশোধনাগারের শ্রী বিজয় আগরওয়াল এবং শ্রী সুব্রত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *