মহৎ উদ্দেশ্যে বলা কথাকে বিকৃত করে তৃণমূল নেতাদের উপর হামলা চালাচ্ছে বিজেপি, বিজেপি উজ্জ্বলার কাটমানি, র্যাফেলের কাটমানির টাকা ফেরত দিক : মমতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২১শে জুলাই ২০১৯ : আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমার নেতা-কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার কথা বলেছিলাম, আর বিজেপি সেই কথাকে ঢাল করে সারা রাজ্যে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। যদি তাই হয় তবে বলবো বিজেপি উজ্জ্বলা প্রকল্পের টাকা ফিরিয়ে দাও। আমি বলবো উজ্জ্বলার তদন্ত হোক। এলপিজি-র টাকা ফিরিয়ে দিক। এমনকি নোটবন্দির নামে যে কালো টাকা সাদা করার নামে মানুষের টাকা মেরেছে ফিরিয়ে দিক। দেশের কালো টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে ২৬ হাজার টাকা ফিরিয়ে দিক। নীরব মোদী, বিজয় মাল্য যে মানুষের টাকা হাতিয়ে বিদেশে গিয়ে বসে আছে সেই টাকা ফিরিয়ে দিক বিজেপি। শুধু সারদা, নারদার নাম তুলে আমার নেতা, মন্ত্রী, সাংসদ থেকে সিনেমার কর্মীদের সিবিআই, ইডি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। সিবিআই আর ইডি দিয়ে তাদের জেরা করার নাম করে বলছে অমুক বিজেপি নেতার সাথে যোগাযোগ করতে। তদন্তের সময় তাদের বলা হচ্ছে দলের কোন এক প্রভাবশালী নেতার নাম করতে। লোকসভা নির্বাচনের পর আবার শতাব্দী, প্রসেঞ্জিত থেকে ঋতুপর্ণাকে ইডি ডেকে পাঠাচ্ছে তদন্তের জন্য। এভাবে তৃণমূলকে ভাঙা যাবে না। যদি ইডি বা সিবিআই আমাকে গ্রেফতার করে তবুও আমি তৃণমূল ছাড়বো না। তৃণমূল আমার স্বপ্ন।আমরা মোবাইল ব্যবহার করি একটা কল করলে দু থেকে তিনবার লাইন কেটে যায়। আমরা কেউ তা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু এই কল ড্রপের মধ্যে দিয়ে কত টাকা বাড়তি রোজগার করছে তার হিসেব করেছে কেউ। সেই টাকা ফেরত দেবে কি কেন্দ্র সরকারে থাকা বিজেপি। এই বাংলা কখনও মাথা নত করবে না। এবার থেকে কোন বিজেপি নেতা যদি কাটমানির নামে কোন তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায় বা হেনস্থা করে তবে আমি বলবো তাদের ছেড়ে কথা বলবো না। আমি সকলকে বলবো কেউ যদি এমন কাজ না করেন তবে আমি ব্যবস্থা নেব। আমি বলবো আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, প্রশাসন আছে ব্যবস্থা নেবে। ২৬ ও ২৭শে জুলাই তৃণমূলের কর্মসূচী হল প্রতিটা ব্লকে কেন্দ্র সরকারের কালো টাকা ফেরানোর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এবার যদি বিজেপি কোথাও নেতা-কর্মীদের উপর হামলা চালায় তবে আমি এর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ২১শে জুলাই ধর্মতলায় শহীদ মঞ্চ থেকে মমতা ব্যানার্জি এই কথাগুলো বলেন।