খবরাখবর

রাসবিহারী রেসিডেন্টস ফোরামের উদ্যোগে করোনা মোকাবিলায় ২০০০ বাসিন্দাকে খাদ্য সামগ্রী ও ১০০০ হকারকে মাস্ক বিতরণ

আহির ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই মে ২০২০ : কলকাতা শহর যখন করোনার থাবায় রেড জোন ঘোষণা করা হয়েছে, কোন দোকানপাট থেকে বাজারহাটের নিশেধাজ্ঞা জারি হয়েছে তখন রাসবিহারী বিধানসভা অন্তর্গত লেক মার্কেট চত্ত্বরে রাসবিহারী রেসিডেন্টস ফোরামের উদ্যোগে ছয় দফায় প্রায় ২০০০ বাসিন্দাকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরসাথে প্রায় ১০০০ ফুটপাথের হকারকে মুখের মাস্ক বিতরণ করা হয়।এব্যাপারে ফোরামের সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার জানান, আমরা সারা বছর ধরে মানুষের সঙ্কটের সময় পাশে থাকি। আমরা ইতিমধ্যে লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক বিলি করেছি এবং সব সময় টালিগঞ্জ থানাকে সহযোগিতা করার চেষ্টা করছি।

এছাড়া আমাদের কলকাতা কর্পোরেশনের সাথে সহযোগিতা করে এলাকা জীবাণুমুক্ত করার কাজ ও বাজার সুরক্ষিত রাখার জন্য নিয়মিত পরিষ্কার করে জীবাণুমুক্ত করার চেষ্টা করেছি।আমাদের ফোরামে মোট ২০০০ সদস্য আছে এবং সকলেই এই কাজে যথেষ্ট স্বক্রিয়। আমরা সব থেকে বেশি নজরে রেখেছি এই এলাকার প্রবীণ নাগরিকদের কারণ তারাই সব থেকে বেশি অসহায়। আমরা তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছি।বর্তমানে মানুষ এই করোনার কারণে খুবই অসহায় হয়ে পড়েছে। অনেকে কর্মহীন হয়ে পড়েছে, আগামীদিনে আরও মানুষ অসহায় হয়ে পড়বে কারণ বহু মানুষ চাকরি হারাবে।আমরা রিকশাচালক থেকে ফুটপাথবাসীদের খাদ্য সামগ্রী দিয়েছি।এই সব কিছু মাথায় নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই কারণ আমাদের সব থেকে বড় ভরসা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী এই কেন্দ্রের বিধায়ক। তাঁর সহযোগিতা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার এবং মেয়র পারিষদ বৈশ্বানর চ্যাটার্জি সারা বছর আমাদের সব ধরনের সামাজিক কার্মসূচীতে উৎসাহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *