খবরাখবর

নরেন্দ্রপুর থানার তৎপরতায় থেকে উদ্ধার হল ৮০ কেজি গাঁজা সমেত ৪ জন গ্রেফতার, গড়িয়া স্টেশন এলাকার ১

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই জুন ২০২০ : গড়িয়া স্টেশন এলাকায় এই লকডাউনের সময়ের আগে যেভাবে গাঁজা বিক্রি হচ্ছিল তার থেকে আরও মারাত্মক বিক্রি বেড়ে যায় এই সময়। গড়িয়া স্টেশনের রেল ব্রীজের নীচে, বাজার এলাকা ও ২নং ওয়ার্ডের ঢালুয়া এলাকা ৩ নং ওয়ার্ডের খালের ধারে বেশ কিছু এলাকায় এবং ৪ নং ওয়ার্ডে বদন চন্দ্র স্কুলের বিপরীতে সহ আদর্শনগরে রমরমিয়ে গাঁজা বিক্রির ব্যবসা চলছে চুটিয়ে।এই গাঁজা বিক্রিকে কেন্দ্র করে এলাকার মানুষ খুবই বিরক্ত ও প্রশাসনের ভূমিকা নিয়ে নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু আজ নরেন্দ্রপুর থানার সূত্রের খবর অনুযায়ী পুলিশ রেইড করে নরেন্দ্রপুর কামালগাজী থেকে ৮০ কেজি গাঁজা সমেত চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই চারজনের মধ্যে বারুইপুরের বৃন্দাখালির পশ্চিমপাড়ার বাসিন্দা জাফর ঘরামি মা মমতাজ ঘরামি (২৮), বারুইপুরের বৃন্দাখাতিতে ঘাটখন্দের বাসিন্দা রুলামিন শেখ (২৮) বাবা জলিল শেখ, বারুইপুরের ঘোলা দোলতলার দক্ষিনপাড়ার বাসিন্দা গিয়াসুদ্দীন গাজি (২২) বাবা কুতুবুদ্দিন গাজি এবং গড়িয়া স্টেশনের আদর্শনগরের বাসিন্দা বুয়া সাহা (তেলবুড়ো) বাবা স্বর্গীয় রবীন্দ্রনাথ সাহা। পুলিশ হানা দিয়ে আটক করেছে ৮০ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা, একটি বোলেরো (WB 95- 5954), ৪টি মোবাইল ও নগত ৩৬৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *