সমাজসেবী প্রয়াত নেপাল দে-র ৭ম বর্ষ মৃত্যুবার্ষিকী চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পালিত হল গড়িয়ায়
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১লা আগস্ট ২০২১ : স্বর্গীয় নেপাল দে একসময় গড়িয়া চত্বরে শুধু নয় কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে খুবই পরিচিত ও চর্চিত নাম ছিল। ছোট থেকে দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে অসহায় মানুষের পাশে সাহারা হয়ে দাঁড়ানো ছিল তাঁর একমাত্র ব্রত। এলাকার কারো বাড়িতে মেয়ের বিয়ে থেকে অসহায় মানুষের
চিকিৎসার জন্য মৃত্যুর প্রাক মূহুর্ত পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।আজ অনেকেই তাঁর আশির্বাদে আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। গড়িয়া এলাকায় বর্তমানে অনেক ব্যবসায়ীর কর্মসংস্থানের জায়গা করে দিয়েছেন। আজ ৭ বছর হল তিনি সকলকে ছেড়ে স্বপ্নের দেশে বিরাজ করছেন। আজ তিনি না থাকায় অনেকে অসহায় হয়ে পড়েছে, অনেকে অভিভাবকহীন হয়ে পড়েছে।
আজ এই দিনে তিনি সব মায়া ত্যাগ করে পরলোকে চলে গেলেও তাঁর আত্মার শান্তি কামনা করতে প্রতি বছর সমাজসেবার মধ্যে দিয়ে দিনটাকে উদযাপন করা হয়ে থাকে। এবছরও ফিয়ারলেস ওয়ারিয়ারের উদ্যোগে এলাকাবাসীর সুবিধার জন্য তাঁর নিজস্ব বাসভবনে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রায় শতাধিক মানুষ এসে নিখরচে চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
আজ সন্ধ্যায় তাঁর নিজস্ব বাসগৃহে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে প্রতি বছরের মতো তাঁর বিভিন্ন কীর্তির কথা স্মৃতিচারণ করবেন।এই সমগ্র অনুষ্ঠানের নেপথ্য তাঁর পরিবারের সদস্যদের মধ্যে চিত্রা দে, স্বরূপ দে, মৌসুমি দে ও মধুমিতা দে সহযোগিতা অবশ্যই উল্লেখ্য।