এন আর সি-র বিরুদ্ধে জোর আন্দোলনে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দক্ষিণ ২৪ পরগণা, ১৬ই সেপ্টেম্বর ২০১৯ : আসামের পর পশ্চিমবঙ্গে যে এন আর সি ঝড় আসতে চলেছে তার আঁচ ইতিমধ্যে রাজ্যের শাসক দল করতে আরম্ভ করেছে। আর এর আঁচ পেয়ে সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চলতি মাসে ছয়টি মহামিছিলের ডাক দিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেস। এবিষয়ে সাম্প্রতিক দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরূদ্ধ হালদার (পার্থ) আমাদের জানান, গোটা জেলায় ছয়টি মিছিল হবে এন আর সি-র বিরুদ্ধে।
১৭ই সেপ্টেম্বর প্রথম মিছিল হবে ক্যানিং-এ, ১৮ই সেপ্টেম্বর হবে কাকদ্বীপে, ১৯শে সেপ্টেম্বর বারুইপুর (কিন্তু বারুইপুরের দুটো বিধানসভার সাথে থাকবে ভাঙড় ১), ২০শে সেপ্টেম্বর আলিপুর, ২১শে সেপ্টেম্বর ডায়মন্ড হারবার এবং ২৩শে সেপ্টেম্বর সোনারপুর (সোনারপুরের দুটো বিধানসভার সাথে থাকবে ভাঙড় ২)।তিনি আরও জানান, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই এন আর সি পদ্ধতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে আর তাঁর প্রধান সৈনিক অভিষেক ব্যানার্জির নির্দেশে এই মিছিলের আয়োজন করা হয়েছে। কোনভাবেই এই রাজ্যে এন আর সি-র ঝড় আসতে দেবে না তৃণমূল কংগ্রেস। এমনিতেই আসামে প্রায় ২০ লাখ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে। কোথায় যাবে এই মানুষগুলো? কোন দেশ তাঁদের আজ জায়গা দেবে? তাই ভারতে যারা এইমুহুর্তে আছে তাঁরা ভারতেই থাকবে।