রাজনীতি

জয়ের পর সোনারপুরে সকলের সাথে বৈঠক সারলেন সাংসদ মিমি, উদ্বোধন করলেন ন্যাপকিন ভেন্ডিং মেশিনের গ্রীন প্রোজেক্ট “সুকন্যা”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে সেপ্টেম্বর ২০১৯ : লোকসভা নির্বাচনে জয়ের পর সোনারপুরের নেতা-কর্মীদের সাথে দেখা করতে পারেন নি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী।আজ সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে এক সম্মেলনে উপস্থিত থেকে মিমি জানালেন তা স্বপ্নের কথা। তিনি বলেন, “সুকন্যা” আমার একটা গ্রীন প্রোজেক্ট যার মাধ্যমে প্রতিটা মেয়েদের ও কো-য়েড স্কুলে স্যানিটারি ন্যাপকিনের জন্য একটা ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হবে যাতে মেয়েদের স্কুলে আসতে কোন অসুবিধা না হয়।এছাড়া এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের জন্য সচেতনতা বাড়াতে হবে। এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনতার অভাবের কারণে অল্প বয়সে মেয়েদের অনেক

রকমের সমস্যা দেখা যায় যার ফলে পরবর্তীকালে অনেক জটিলতা আসে।বিশেষ করে পঞ্চায়েত এলাকায় যে সব বালিকা বিদ্যালয়গুলো আছে সেগুলোতে বেশি নজর দিতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলার নমিতা দাস, নিতু দাস, দীপা ঘোষ, পাপিয়া হালদার, অশোকা মির্ধা, সোনালী রায়।মিমি সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভার বহু বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে কথা বলেন তাদের অভাব ও অভিযোগ শোনেন একইসাথে তাদের অনেক মতামতকে গুরুত্ব দেন।এরপর মিমি চক্রবর্তী তাঁর সাংসদ এলাকায় শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ব্যবধানে জয় এনে দেওয়ার জন্য সোনারপুর উত্তর বিধানসভাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

যাদবপুর লোকসভার মধ্যে সোনারপুর উত্তর, ভাঙড় বিধানসভা মিমিকে বেশি ব্যবধানে জয় এনে দিয়েছে। এই অনুষ্ঠানে মিমি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডলকে (সি আই সি, রাজপুর সোনারপুর পৌরসভা) ধন্যবাদ জানাতে ভোলেন নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখার্জি, পৌরসভার মহিলা কাউন্সিলার নমিতা দাস, নিতু দাস, দীপা ঘোষ, পাপিয়া হালদার, অশোকা মির্ধা, সোনালী রায়, ইন্দুভূষণ ভট্টাচার্য, ডঃ পল্লব দাস, সান্তা সরকার, জেলা পরিষদ সদস্য আবু তাহের সহ পঞ্চায়েতের নেতা ও কর্মীরা। ছবি : অমিত দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *