রাজপুর সোনারপুরের ২১ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ করলেন বিধায়ক লাবলী, উপস্থিত নয় শান্তা
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৮ই অক্টোবর ২০২১ : রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারেও শারদ উৎসবের প্রাক্কালে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রের পক্ষ থেকে এবং ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারের সহযোগিতায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও যে সমস্ত মানুষরা বর্ষার কারণে গৃহহীন হয়ে পড়েছেন তাদের হাতে ত্রিপল তুলে দেয়া হয়। কিছু মানুষকে পাঞ্জাবি দেয়া হয়। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। এছাড়াও এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারকে আশীর্বাদ করেছেন এই এলাকার মানুষেরা।
তিনি বলেন আগামী দিনে এভাবেই মানুষকে সাহায্য করে যাব। মানুষের পাশে থাকব। বর্ষায় যেভাবে মানুষের পাশে থেকে কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার ভাতৃপ্রতিম ক্লাবগুলির মাধ্যমে দুর্গত মানুষদের দিয়েছিলেন মিলন সরকার, সেভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি। যদিও এই অনুষ্ঠানে ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান শান্তা সরকার উপস্থিত ছিলেন না।
এই পুজো যাতে আর ভালো কাটে তার জন্য কিছু দিনের মধ্যে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করবেন ২১ নম্বর ওয়ার্ডের যে সমস্ত পুজো কমিটি শারদ উৎসবের আয়োজন করেছেন। তিনি আরও বলেন এই ওয়ার্ড সবচেয়ে বেশি ভ্যাক্সিনেশন করেছে রাজপুর সোনারপুর পৌরসভা মধ্যে। তাই তিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের সহযোগিতায় আগামী দিনে ও মানুষের সেবা করার অঙ্গিকার বদ্ধ হয়েছেন।
এছাড়াও এই ওয়ার্ডের সমস্ত বুথ কমিটির সদস্যদের নিয়ে মানুষ যাতে সুস্থ এবং সঠিকভাবে এগিয়ে চলতে পারেন তার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন মিলন সরকার।