গড়িয়ার প্রয়াত তৃণমূল নেতা গোবিন্দ নস্করের স্মরণ সভায় গেলেন পার্থ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই মে ২০২০ : সাম্প্রতিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের তৃণমূল নেতা গোবিন্দ নস্কর।গোবিন্দ নস্করের অকাল মৃত্যুতে অনেকেই অবাক হয়ে যান যদিও তিনি দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে ৩ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোবিন্দ নস্করের পুত্র ও কন্যা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত হন দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)। এই অনুষ্ঠানে করোনার কারণে লকডাউনে আঁটকে থাকা প্রায় ১২০০ দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গোবিন্দ নস্করের মৃত্যুর খবর আসতেই রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার নিজস্ব কার্যালয়ে স্মৃতি বেদীতে মাল্যদান করেন।এদিন অনিরুদ্ধ হালদার বলেন, গোবিন্দ দা দলের খুব পুরানো কর্মী। দলের দুর্দিনে গোবিন্দ দার মত অনেক কর্মী ও নেতৃত্ব আজ ব্রাত্য হয়ে গেছেন। এই মানুষগুলোর অবদান কখনই ভোলার নয়। আজ তৃণমূল দলটা যে জায়গায় পৌঁছেছে তার জন্য একসময় এই মানুষগুলো দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।এই সব নেতা কর্মীদের ত্যাগ দলের ইতিহাসে লেখা থাকলেও কেউ ম্নে রাখে না। আজকের এই অনুষ্ঠান খুবই প্রশংসার হলেও শুধু এইটুকু করলে হবে না, আগামীদিনে গোবিন্দ দার কথা যেন সকলে মনে রাখে সেরকমভাবে কাজ করতে হবে এই কথাই সকলকে বলবো।