অভিষেক, ডেরেকের হাত ধরেই দিল্লিতে ফের ঘরে ফিরলেন বাবুল, বিজেপির তাসের ঘরে ভাঙন
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৮ই সেপ্টেম্বর ২০২১ : একসময় তৃনমূলেই ছিলেন সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। দলের সাথে মতবিরোধ হতেই তৃণমূল ছেড়ে বাবুল বিজেপিতে যোগ দিয়ে আসানসোল থেকে দুবারের সাংসদ হয়ে বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। কিন্তু সদ্য শেষ হওয়া বিধানসভায় বাবুলকে টালিগঞ্জ বিধানসভায় বিজেপি তাকে প্রার্থী করে। কিন্তু সেই নির্বাচনে অরূপ বিশ্বাসের কাছে হারতে হয় বাবুলকে।
আজ সকালে দিল্লিতে তৃনমূলের সাংসদ ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন-এর হাত ধরে ঘরের ছেলে ঘরে ফিরে এল বাবুল সুপ্রিয়। দলের আসল খবর হল রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষের সাথে বিতর্ক বাবুল সুপ্রিয়কে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রীত্ব চলে যায় সব মিলিয়ে বাবুল ছিল বেশ অসন্তুষ্ট। তাই আজ বাবুলের নিজস্ব সিদ্ধান্তেই ঘরে ফিরল বিজেপি-র ঘরের এতদিনের আদরের দুলাল।