গড়িয়া স্টেশন রোডে আই এন টি টি ইউ সি-র উদ্যোগে ২১শে জুলাই সমর্থনে পথসভা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে জুলাই ২০১৯ : গড়িয়া স্টেশন রোডের উপর ২১শে জুলাই সমর্থনে এক পথসভার আয়োজন করে গড়িয়া আই এন টি টি ইউ সি-র আহ্বায়ক পিন্টু দেবনাথ। এই পথসভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, দঃ ২৪ পরগণা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, অশোক হোর, রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি শ্রীমন্ত নস্কর সহ অনেকে। সভায় বক্তব্য রাখে ফিরদৌসী বেগম, প্রবীর সরকার, অশোক হোর, শ্রীমন্ত নস্কর সহ অনেকে।বক্তব্য রাখতে গিয়ে অশোক হোর বলেন সাম্প্রতিক গুজরাটে পৌরসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছে কংগ্রেস। ভাবা যায় লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি সারা দেশে সব রাজ্যে ভাল ফল করলো আর সেই বিজেপি নিজের রাজ্যে সব পৌরসভায় হারলো। এর পিছনে একটাই কারণ সেখানে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হয় নি, সেখানে ব্যালট পেপারে ভোট হয়েছে। এখান থেকেই পরিষ্কার যে লোকসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে। মমতা ব্যানার্জি সেই কারচুপি ধরে ফেলেছেন বলেই তিনি এবার ব্যালটে ভোট গ্রহণ করাতে চাইছেন। শ্রীমন্ত নস্কর বলেন, মমতা ব্যানার্জি আন্দোলন কখনও বিফলে যায় নি। একসময় মমতা ব্যানার্জি ভোট গ্রহণের ক্ষেত্রে স্বচিত্র পরিচয় পত্রের দাবি তুলেছিলেন আর সেই দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্র সরকারকে স্বচিত্র পরিচয় পত্র চালু করেছিল। আবার মমতা ব্যানার্জি ইভিএম মেশিন বাদ দিয়ে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি তুলেছেন।২১শে জুলাই আমাদের নেত্রীর পাশে থেকে সেই দাবিকে জোরদার করে তুলতে হবে আর তাই আগামীকাল নেত্রীর ডাকে ২১শে জুলাই পালন করতে ধর্মতলার সমাবেশে অংশগ্রহণ করে স্বার্থক করতে হবে।