সোনারপুরের ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া গোটা ওয়ার্ড ধরে করোনা সচেতনতার প্রচার চালালেন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে মার্চ ২০২০ : করোনা যেভাবে সারা ভারতে ভয়াবহের চেহারা নিয়েছে যার থেকে রেহাই নেই কলকাতা। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া হতে ব্যবস্থা নেওয়ার ফলে কিছুটা রোধ করা যাবে বলে মনে করছে রাজ্যবাসী। আজ থেকে গোটা রাজ্যেকে লকডাউন করে দিয়েছেন তিনি। জরুরী পরিষেবা ছাড়া আর কিছুই খোলা থাকবে না, কিন্তু খোলা থাকবে পাড়ার মুদির দোকান, মাছের দোকান, মাংসের দোকান সহ আরও জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যবসা।
এমন অবস্থায় রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার গোটা ওয়ার্ড করোনা ভাইরাসের জন্য কি কি করতে হবে তা প্রচার করেছেন। ওয়ার্ডের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অটো দাঁড় করিয়ে পাপিয়া মানুষের হাতে স্যানিটাইজার দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা
করেন। এখনও পর্যন্ত এই ওয়ার্ডে বা এই পৌরসভায় কোন করোনা আক্রান্তের ঘটনা ঘটে নি ঠিকই কিন্তু মানুষকে সচেতন হতে হবে, সুস্থ্য থাকতে হবে, নিজেকে পরিষ্কার থাকতে হবে। বিনা কারণে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করতে হবে প্রশাসনের, এগুলোই ছিল পাপিয়ার প্রচারের হাতিয়ার। পৌর ভোটের আগে পাপিয়া নিজের প্রচারের সাথে জনসংযোগের কাজও সেরে নিলেন।