রাজনীতি

বিজেপি সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ মিছিল হল রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই জুলাই ২০২০ : ধাপে ধাপে কেন্দ্রের বিজেপি সরকার মানুষের উপর এই করোনা মহামারী অবস্থায় যেভাবে চাপ সৃষ্টি করছে তাতে মানুষ নাজেহাল। প্রথমে ভর্তুকি প্রায় তুলেই দিল কিন্তু তার পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি করতে শুরু করে দিল। প্রতি মাসেই মানুষ গ্যাস নেওয়ার আগে আতঙ্কে থাকে এবার আবার দাম বাড়লো। এর সাথে মোদী সরকার জ্বালানি তেলের দাম লাগাতার বৃদ্ধি করে চলল।যেখানে সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম একেবারে তলানিতে এসে ঠেকেছে সেখানে একমাত্র ভারতে দাম উর্ধমুখী। এর প্রতিবাদে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আন্দোলনের ডাক দিয়েছেন যতক্ষন কেন্দ্র সরকার দাম না কমাচ্ছে।

সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে গোটা সোনারপুর উত্তর বিধানসভায় প্রতিবাদ মিছিল থেকে সভা ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতীকী বিক্ষোভ সভা ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত সহ ওয়ার্ডের বহু তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *