রাজনীতি

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সোনারপুর উত্তরে তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রেলের বেসরকারিকরণের প্রতিবাদে স্টেশন জুড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই জুলাই ২০২০ : একদিকে জ্বালানি তেল ও গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে এই মহামারীতে মানুষকে পরিকল্পিত ভাবে আরও অসহায় করে তুলতে উঠে পড়ে লেগেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। মানুষের যেখানে রোজগার নেই, কাজ নেই সেখানে কেন্দ্র সরকার এক মাসে ২২বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে বাজার দর লাগামের বাইরে নিয়ে গেছে।

এর প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সোনারপুর উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় গড়িয়া ও নরেন্দ্রপুর রেল স্টেশনে জোরদার বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের সময় যে জরুরী ভিত্তিক ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল তাও অবরোধ করা হয়। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ও প্রয়ামতন সি আই সি নজরুল আলি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি-র আহ্বায়ক পিন্টু দেবনাথ সহ অনেকে।

এই অনুষ্ঠানে নজরুল আলি মন্ডল বলেন, ভারতের অন্যতম লাভজনক সংস্থা ভারতীয় রেল তাকেও এখন বেসরকারি সংস্থার হাতে বেঁচে দিতে চলেছে এই অমানবিক বেপরোয়া বিজেপি সরকার। ভারতীয় রেলের ১৭০টা ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে রেল কর্মচারীদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। তাঁদের আশঙ্কা এবার তাঁদের কর্মহীন করে বেকার করতে চাইছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে ১৮টা ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারিতে কোথায় মানুষের পাশে থাকবে সরকার কিন্তু ভারতবর্ষে এই বিজেপি সরকার মহামারির সুযোগ নিয়ে মানুষকে আরও বিপদে ফেলতে চাইছে। আমদের নেত্রী নয়নের মনি মমতা ব্যানার্জির নির্দেশে এই জন বিরোধী নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছি। যতদিন না কেন্দ্র সরকার এই জনবিরোধী নীতি থেকে পিছু হটছে ততদিন আন্দোলন চলবে। বিজেপি সরকারের কোন আইডিয়া নেই মমতা ব্যানার্জির আন্দোলন কোন পর্যায়ে যেতে পারে। প্রয়োজনে গোটা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *