পাপাই দত্ত-র উদ্যোগে গড়িয়া ৫ নং ওয়ার্ডে করোনা সংক্রামিত অঞ্চলে স্যানিটাইজিং হল, হবে র্যাপিড টেস্ট
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে মে ২০২০ : সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। অবশেষে সেই করোনা আক্রান্তকে মেডিক্যাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থাও করার সময় উপস্থিত ছিলেন পৌরপিতা তরুণ কান্তি মন্ডল, ওয়ার্ড সম্পাদক মিন্টু কুন্ডু, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, অরিন্দম দত্ত সহ অনেকে।গত ১৯শে মে এই সংক্রামিত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর পর সিদ্ধান্ত হয় এলাকা স্যানিটাইজ করার কিন্তু এরপর আমফান ঝড়ের ফলে তা আর করে ওঠা হয়নি। এরপর পাঁচদিন কেটে যাওয়ার পরও কোন উদ্যোগ ছিল না ওয়ার্ডের পৌরপিতা তরুণ কান্তি মন্ডলের তরফে।
অবশেষে গতকাল দুপুরে গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রামের ওই সংক্রমিত এলাকায় সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত-র উদ্যোগে পৌরসভার স্বাস্থ্যকর্মীদের দিয়ে স্যানিটাইজ করা হয়।এর আগে এই এলাকার প্রায় ৩৩ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়।এই ৩৩ জন মানুষকে দুবেলা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে পাপাই দত্ত ও এই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অরিন্দম দত্ত।এই এলাকার মানুষকে আতঙ্কমুক্ত ও জীবাণুমুক্ত করতে গোটা এলাকা স্যানিটাইজিং-এর নির্দেশ ও ব্যবস্থা করে দেন বিদায়ী সি আই সি ও বর্তমান পৌরসভার প্রশাসকমন্ডলী সদস্য নজরুল আলি মন্ডল। পাপাই দত্ত জানান, আজ এই ৩৩ জন মানুষের র্যাপিড টেস্ট করে দেখে নেওয়া হবে যে তাদের মধ্যে আর কারও করোনা সংক্রমণ হয়েছে কিনা। এতদিন করোনা র্যাপিড টেস্ট না হওয়াতে এলাকায় ফের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।