২১শে জুলাই স্বার্থক করতে গড়িয়া স্টেশনের গঙ্গাজোয়ারা অটোস্ট্যান্ডে পথসভায় বিজেপির বিরুদ্ধে সারা ভারতের কাটমানি ফেরত দেওয়ার দাবি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে জুলাই ২০১৯ : আগামীকাল সেই মহা সন্ধিক্ষণ প্রতিবছরের মত তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে চলেছে গোটা তৃণমূল নেতৃত্ব। সেই দিনকে স্বার্থক করতে সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে সি ৫ বাসস্ট্যান্ডে এক পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, ১ নং ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার, ২ নং ওয়ার্ডের পুরপিতা অমরেশ সরদার, ৪ নং ওয়ার্ডের পুরপিতা তথা সি আই সি বিভাস মুখার্জি, প্রবীণ রাজনীতি ব্যক্তিত্ব মাখন চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন জয় হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত, মনরঞ্জন মির্ধা সহ অনেকে। সভায় বক্তব্য রাখেন বিধায়ক ফিরদৌসী বেগম, পাপিয়া হালদার, বিভাস মুখার্জি, অরিন্দম দত্ত ও তীর্থপ্রতিম বিশ্বাস। সভায় সকলের বক্তব্যে উঠে আসে আগামীকাল সভায় অংশগ্রহণ করার অনুরোধ, মমতা ব্যানার্জি দাবির সমর্থনে ইভিএম নয় ফেরাতে হবে ব্যালট এবং রাজ্যে যেখানেই বিজেপি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি নিয়ে আন্দোলন করবে সেখানেই তৃণমূল পালটা প্রতিরোধ তৈরি করবে দেশ থেকে বিজেপির মদতে নীরব মোদী ও বিজয় মাল্য। তারা যে টাকা নিয়ে ভারত ছেড়ে গেছে তা দেশের মানুষের টাকা। তবে সেই টাকাও ফেরত দিতে হবে। এতবড় প্রতারণার পর কি করে তারা বিদেশে গিয়ে থাকতে পারে, কেন কেন্দ্র সরকার তাদের গ্রেফতারের ব্যবস্থা করছে না কেন্দ্র সরকার।