খবরাখবর

আনলকেও অসহায় মানুষের পাশে ফের খাদ্যসামগ্রী বিতরণে পাপিয়া

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা জুলাই ২০২০ : সেই লকডাউন থেকে শুরু হয়েছে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার। করোনার কারণে গোটা রাজ্য থেকে দেশ যখন লকডাউনের ঘোষণা তখন অসহায় রোজগারবিহীন পরিবারদের পাশে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন পাপিয়া। এরপর সাংসাদ অভিষেক ব্যানার্জির “কল্পতরু” ও সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের “নগরলক্ষ্মী” দেখে উৎসাহিত হয়ে অভিষেক ব্যানার্জির নামানুসারে ১০দিন প্রায় ১০০০ মানুষকে ডিম-ভাত পরিবেশন করেছেন।এখানেই থেমে থাকেন নি পাপিয়া। এরপর তিনি আবার শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরপর সন্ন্যাসীর সহযোগিতায় আবার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের পর তিনি নিজে উদ্যোগী হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এরপর ঘোষণা হয় আনলক ১, মানুষ কিছুটা ছাড় পেলেও রোজগার স্বাভাবিক না হওয়ায় মানুষ নিজেদের অসহায় অবস্থা থেকে বাইরে আসতে পারে নি। তখনও এই অসহায় মানুষ পাপিয়াকে তাঁদের পাশে পেয়েছে। দুদিন ধরে প্রায় ২০০ মানুষকে ফের খাদ্য সামগ্রী বিতরণ করলেন শ্রীনগর পশ্চিমপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *